Delhi Elections 2020: 'কেজরিওয়াল জঙ্গি, একাধিক প্রমাণ রয়েছে,' প্রবেশের মন্তব্যকে সমর্থন কেন্দ্রীয় মন্ত্রী জাভড়েকরেরও
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
আশ্চর্যজনক ভাবে প্রবেশের সমর্থনে এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ সোমবার তাঁর দাবি, কেজরিওয়াল যে সন্ত্রাসবাদী, তার একাধিক প্রমাণ রয়েছে৷
#নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলে তীব্র সমালোচনার মুখে বিজেপি সাংসদ প্রবেশ ভার্মা৷ আশ্চর্যজনক ভাবে প্রবেশের সমর্থনে এগিয়ে এলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷ সোমবার তাঁর দাবি, কেজরিওয়াল যে সন্ত্রাসবাদী, তার একাধিক প্রমাণ রয়েছে৷
জাভড়েকরের কথায়, 'কেজরিওয়াল এখন দুঃখের মুখ করে জিগ্গেস করছেন, আমি কি একজন সন্ত্রাসবাদী? হ্যাঁ, আপনি সন্ত্রাসবাদী৷ তার একাধিক প্রমাণও রয়েছে৷ আপনি নিজেই নিজেকে বলেছেন, আপনি একজন অ্যানার্কিস্ট (নৈরাজ্যবাদী)৷ নৈরাজ্যবাদীর সঙ্গে সন্ত্রাসবাদীর খুব একটা পার্থক্য নেই৷'
#WATCH Union Minister Prakash Javadekar in Delhi: Kejriwal is making an innocent face & asking if he is a terrorist, you are a terrorist, there is plenty of proof for it. You yourself had said you are an anarchist, there is not much difference between an anarchist & a terrorist. pic.twitter.com/vRjkvFKGEO
— ANI (@ANI) February 3, 2020
advertisement
advertisement
কয়েক দিন আগেই কেজরিওয়ালকে সন্ত্রাসবাদী বলার অভিযোগে বিজেপি সাংসদ প্রবেশ ভার্মাকে শো-কজ করেছে নির্বাচন কমিশন৷ প্রবেশ ভার্মার ওই মন্তব্যের পরে কেজরিওয়াল বলেন, 'নিজের জীবন বাজি রেখে দেশের জন্য কাজ করছি৷ নিখরচায় ওষুধের ব্যবস্থা করেছি। গরিবদের জন্য এত কিছু করেছি। কোনও দিন নিজের কথা বা নিজের পরিবারের কথা ভাবিনি। আমি দেশের জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। দিল্লির মানুষের উন্নতিতে নিজের সব কিছু দান করেছি। রাজনীতিতে আসার পর থেকে এত বাধা অতিক্রম করে আমি মানুষের ভালো করার চেষ্টা করে গিয়েছি। তার পরিবর্তে বিজেপি আমাকে সন্ত্রাসবাদী বলে দিল!'
advertisement
কেজরিওয়ালের ২০১৪ সালের একটি মন্তব্য টানেন৷ ওই সময় কেজরিওয়াল ড্রাগ ও সেক্স র্যাকেটের বিরুদ্ধে দিল্লি পুলিশের অসহযোগিতার অভিযোগ, একটি গণধর্ষণ কাণ্ডে পুলিশের নিষ্ক্রিয়তা-সহ একাধিক অভিযোগের পদক্ষেপ দাবি করেছিলেন৷ সে বার দিল্লিতে ১০ দিনের বিক্ষোভে দিল্লিবাসীকে অংশ নিতে আহ্বান জানান৷ রেল ভবনের সামনে ধর্নায় বসেন তিনি৷ বলেন, 'হ্যাঁ, আমি একজন নৈরাজ্যবাদী৷'
advertisement
একই সঙ্গে পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় খালিস্তানি কম্যান্ডর গুরিন্দর সিংয়ের বাড়িতে রাত কাটানোকেও তুলে আনেন জাভড়েকর৷ বলেন, 'আপনি জানতেন, ওটা একজন সন্ত্রাসবাদীর বাড়ি৷ তবুও আপনি থেকেছিলেন৷ আর কত প্রমাণ দরকার?'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2020 4:43 PM IST