২৫ বছরের বাম শাসনে রাজ্যে একটাও গণপিটুনির ঘটনা ঘটেনি : মানিক সরকার

Last Updated:

আলওয়ার গণপিটুনির স্মৃতি এখনও টাটকা ! গোরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলওয়ারে পিটিয়ে খুন করা হয় আকবর খান নামে এক ব্যক্তিকে ৷ তবে শুধু আলওয়ারের এই ঘটনাটিই নয় ৷

#নয়াদিল্লি: আলওয়ার গণপিটুনির স্মৃতি এখনও টাটকা ! গোরু পাচারকারী সন্দেহে রাজস্থানের আলওয়ারে পিটিয়ে খুন করা হয় আকবর খান নামে এক ব্যক্তিকে ৷ তবে শুধু আলওয়ারের এই ঘটনাটিই নয় ৷ দেশের একাধিক প্রান্তে এমন গণপিটুনির ঘটনা ক্রমশ বেড়ে চলেছে ৷ কিন্তু ত্রিপুরায় ২৫ বছরের বাম শাসনে একটিও গণপিটুনির ঘটনা ঘটেনি ৷ এমনটাই দাবি করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ৷ মানিক সরকারের দাবি, যখন কোনও রাজ্যের সরকার তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয় ৷ ঠিক সেই সময়ই এই ধরণের ঘটনাগুলি মাথাচাড়া দিয়ে ওঠে ৷
সম্প্রতি দিল্লিতে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ‘গণতন্ত্রের হত্যা’-র প্রতিবাদে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ সেই অনুষ্ঠানেই উঠে আসে ত্রিপুরার চারটি গণপিটুনির ঘটনা ৷ বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপি জয় ছিনিয়ে নিয়েছে ত্রিপুরায় ৷ তারপরেই ত্রিপুরাজুড়ে শুরু হয়েছে একের পর এক গণপিটুনির ঘটনা ৷ এই সমস্ত ঘটনার জন্য বিজেপি সরকারকেই দায়ী করলেন মানিক সরকার ৷
advertisement
তাঁর দাবি, বিজেপি রাজ্যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছে ৷ এদিকে দেশের উন্নয়নের প্রতিও বিশেষ নজর নেই শাসক দলের ৷ যার জেরে সাধারণ মানুষের মনের মধ্যে ক্ষোভ বাড়ছিল ৷ শুধু কেন্দ্র না ৷ ত্রিপুরাতেও বিপ্লব দেব নির্বাচনের সময় যে লম্বা চওড়া প্রতিশ্রুতি দিয়েছিল সাধারণ মানুষকে ৷ সেই সমস্ত প্রতিশ্রুতি রাখতেও ব্যর্থ হয়েছেন তিনি ৷ আর ঠিক সেই সময়ই গণপিটুনির মত ঘটনাকে প্রকাশ্যে এনে নিজেদের কাজের গাফিলতি ঢাকার চেষ্টা করছে বিজেপি ৷ মানুষের দুর্বলতাকে হাতিয়ার করেই ক্ষমতায় টিঁকে থাকার চেষ্টা করছে তারা ৷ এমনটাই দাবি মানিক সরকারের ৷
advertisement
advertisement
একইসঙ্গে মানিক সরকার আরও বলেন, ত্রিপুরায় শুধু গণপিটুনির ঘটনা নয় ৷ অনাহারে দিন কাটাচ্ছে মানুষ ৷ রাজ্যে ব্যবসা বাণিজ্যেও বিনিয়োগের বিষয়টিও স্থিতিশীল ৷ যার জেরে রাজ্যের অর্থনীতিও এখন সংকটের মুখে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২৫ বছরের বাম শাসনে রাজ্যে একটাও গণপিটুনির ঘটনা ঘটেনি : মানিক সরকার
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement