চিলি জলেবি! নেটদুনিয়ায় শোরগোল এই নয়া পদ নিয়ে, এমনটা আগে ভাবতে পেরেছেন কখনও?
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
চিলি জলেবি বা জিলিপি নামের এ হেন অভিনব পদের সন্ধান কী ভাবে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়?
একেই কি বলে- নেই কাজ, তো জিলিপি (Jalebi) ভাজ? দেশের মানুষের মাথায় কিন্তু আপাতত এই প্রশ্নটাই উঁকি দিয়ে যাচ্ছে! সঙ্গে চার পাশে চলছে তুমুল শোরগোল! আতঙ্কে, অস্বস্তিতে কেমন একটা তালগোল পাকিয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া (Social media)! সবার ওয়ালে একটাই কৌতূহল- রসোরে মে কৌন থা (Rasode Me Kon Tha)? কার মাথা আর হাত দিয়ে বেরিয়েছে এ হেন পদ?
সেটা জানা গেলে তো অর্ধেক সমস্যাই মিটে যেত! রাঁধুনি তথা আবিষ্কর্তাকে সনাক্ত করে হরেক মিম (Meme), পোস্ট আর GIF-এর মাধ্যমে চলত তুলোধোনার কাজ! যা কি না হালফিলের নয়া সোশ্যাল মিডিয়া ট্রেন্ড!
কিন্তু সেই ব্যক্তিটির পরিচয় জানা যাচ্ছে না বলেই বাকি অর্ধেক সমস্যা কিছুতেই মিটছে না!
advertisement
কথা হল, চিলি জলেবি (Chilli Jalebi) বা জিলিপি নামের এ হেন অভিনব পদের সন্ধান কী ভাবে ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়?
advertisement
খবর মোতাবেকে, দেশবাসীকে এই অস্বস্তি শীতের মরশুমে উপহার দিয়েছেন ট্যুইটারেতি কুড়ি পটাকা! এই মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই পদের ছবি দিয়ে আর চুপ করে থাকতে পারেননি, প্রায় ডুকরে উঠেছেন এ কী দেখছি বলে!
Tight thappads. Get in line. https://t.co/DHqMkWRCiC
— Kaveri (@ikaveri) December 9, 2020
advertisement
Disastrous ...Kya dekh liya subah subah https://t.co/3oBLSnwR8t
— Fariha Khalid (@KhalidFariya) December 9, 2020
দেশবাসীর অবস্থাও তাঁর মতোই! নীল প্লেটে হলুদ, সবুজ, লাল বেল পেপার, লঙ্কা, মশলা আর স্যস সহযোগে নাড়াচাড়া ওই চিলি জলেবির ছবি যে কাউকেই অস্বস্তিতে ফেলবে!
তাই ট্যুইটারে (Twitter) ক্রমশ জমা হচ্ছে আর হয়েই চলেছে আর্তরব! কেউ একে আখ্যা দিয়েছেন ভয়ঙ্কর ঘটনার সাযুজ্যে, কেউ বা আক্ষেপ করেছেন ঘুম ভেঙেই এমন জিনিসের ছবি দেখতে হয়েছে বলে! অনেকের বক্তব্য- লকডাউনে যে দেশের মাথা পুরোপুরি বিগড়ে গিয়েছে, এই চিলি জলেবি-ই হল তার প্রকৃষ্ট দৃষ্টান্ত!
advertisement
@ikaveri Your views please! 😝 pic.twitter.com/lObXpxcvxN
— Dr. Jatin Anand (@drjatinanand) December 9, 2020
অনেকে আবার এই চিলি জলেবি নামের পদটিকে ন্যক্কারজনক ঘটনা এবং পবিত্র কোনও কিছুকে অপবিত্র করারও উর্ধ্বে বলে দাবি করেছেন!
তবে, জিলিপির রসে ভরা মিষ্টি স্বাদের সঙ্গে নোনতার যুগলবন্দি অনেকেই পছন্দ করেন। যেমন, সিঙাড়া-জিলিপরি বা কচুরি-জিলিপি! মধ্যপ্রদেশে পোহা-জিলিপি, গুজরাতে ফাফরা-জিলিপির কম্বিনেশনও বেশ জনপ্রিয়। কিন্তু এই মিষ্টি খাবারটিকেই নোনতা রূপ দেওয়া- এমনটা এর আগে হয়েছে বলে মনে পড়ছে কি?
advertisement
non-indians moots, what do you think this is??? pic.twitter.com/0RzPy6lMnI
— Varsh⁷ ||Zi's twin|| (@kookieletx) December 4, 2020
মজার ব্যাপার, যে কোনও কারণেই হোক, চলতি বছরের ডিসেম্বর মাসে সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে জিলিপির প্রসঙ্গ। এর আগেও, মাসের শুরুর দিকে, এক ট্যুইটারেতি সাবেকি জিলিপির ছবি পোস্ট করে তাঁর বিদেশি বন্ধুদের কাছে জানতে চেয়েছিলেন এটা কী! কিন্তু এই চিলি জলেবির ঘটনা সব কিছুকেই পিছনে ফেলে দিয়েছে, তা স্বীকার না করে থাকা যায় না!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2020 2:07 PM IST