‘The Vial’ Trailer Out: ট্রেলার প্রকাশিত, ভারতের ভ্যাকসিন কাহিনি জানতে দেখুন History TV18-এর তথ্যচিত্র ‘দ্য ভায়াল’

Last Updated:

‘দ্য ভায়াল’-এর মাধ্যমেই জানা যাবে, ভারতে কোভিড ভ্যাকসিনের ভায়াল তৈরি সম্পর্কে যাবতীয় তথ্য ৷ এই বিষয় ভারতের সাফল্য গোটা বিশ্বকেই চমকে দিয়েছে ৷

ভারতের ভ্যাকসিন কাহিনি জানতে দেখুন History TV18-এর তথ্যচিত্র ‘দ্য ভায়াল’
ভারতের ভ্যাকসিন কাহিনি জানতে দেখুন History TV18-এর তথ্যচিত্র ‘দ্য ভায়াল’
কলকাতা: ভারতে কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রাম বিশ্বের সবচেয়ে বড় এবং সফল ভ্যাকসিনেশন প্রোগ্রামই বলা যেতে পারে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কীভাবে গোটা বিষয়টি সম্ভব হল, সেই ঐতিহাসিক ঘটনার গোটা বিবরণই এবার তুলে ধরা হয়েছে হিস্ট্রি টিভি১৮-এর তথ্যচিত্র ‘দ্য ভায়াল-ইন্ডিয়াস ভ্যাকসিন স্টোরি’-তে (‘The Vial – India’s Vaccine Story’) ৷ আগামী ২৪ মার্চ রাত ৮টায় দেখা যাবে এই ডকুমেন্টারি ৷
‘দ্য ভায়াল’-এর মাধ্যমেই জানা যাবে, ভারতে কোভিড ভ্যাকসিনের ভায়াল তৈরি সম্পর্কে যাবতীয় তথ্য ৷ এই বিষয় ভারতের সাফল্য গোটা বিশ্বকেই চমকে দিয়েছে ৷ ওই কঠিন সময়ে ভ্যাকসিন তৈরি করা এবং তার ডেলিভারি মোটেই সহজ কাজ ছিল না ৷
৬০ মিনিটের এই তথ্যচিত্রের ন্যারেশনে অভিনেতা মনোজ বাজপেয়ী ৷ এটাই প্রথম কোনও তথ্যচিত্র, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের কোভিড অতিমারিকে জয় সম্পর্কে নিজের বক্তব্য রেখেছেন ৷ ‘দ্য ভায়াল’-এর সম্প্রতি ট্রেলার লঞ্চ হয়েছে ৷ যেখানে দেখা যাবে সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুণাওয়ালা, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, নারায়ণার ডাক্তার দেবী শেঠি এবং ভারত বায়োটেকের ডাঃ কৃষ্ণা এলা প্রমুখকে ৷
advertisement
advertisement
নেটওয়ার্ক১৮-কে সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছেন, ‘‘ভারতের কোভিড ভ্যাকসিনের এই কাহিনি দুর্দান্ত ৷ আমাদের প্রত্যেকেরই এর জন্য গর্ববোধ করা উচিত ৷ এই তথ্যচিত্র স্বাস্থ্যক্ষেত্রে জড়িত সব মানুষদের এবং ফ্রন্টলাইন কর্মীদের উৎসর্গ করা হয়েছে ৷’’
বাংলা খবর/ খবর/দেশ/
‘The Vial’ Trailer Out: ট্রেলার প্রকাশিত, ভারতের ভ্যাকসিন কাহিনি জানতে দেখুন History TV18-এর তথ্যচিত্র ‘দ্য ভায়াল’
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement