The Vial – India’s Vaccine Story: 'ভারতই একমাত্র দেশ...!' করোনা যুদ্ধে CoWIN-এর ভূমিকার কথা জানালেন প্রধানমন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
The Vial – India’s Vaccine Story: হিস্ট্রি টিভি ১৮ এর ৬০-মিনিটের ডকুমেন্টারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা যুদ্ধের সময়ে CoWIN-এর ভূমিকার কথা উল্লেখ করেছেন।
নয়া দিল্লি: ‘The Vial – India’s Vaccine Story’-তে CoWIN-এর প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিস্ট্রি টিভি ১৮ এর ৬০-মিনিটের ডকুমেন্টারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনা যুদ্ধের সময়ে CoWIN-এর ভূমিকার কথা উল্লেখ করেছেন।
দেশে বিপুল জনসংখ্যা, প্রত্যন্ত এলাকা টিকাকরণ কাজের বিরাট সমস্যা সমাধান করেছিল ১৬ জানুয়ারি, ২০২১ সালে চালু হওয়া CoWIN প্ল্যাটফর্ম। এটি এতটাই সফল হয়েছে যে সরকার এখন দেশের বিভিন্ন টিকাদান কর্মসূচি এবং অন্যান্য জাতীয় স্বাস্থ্য কর্মসূচির জন্য CoWIN প্ল্যাটফর্মকে পুনরায় ব্যবহার করার পরিকল্পনা করছে। এর পাশাপাশি এটি করোনার টিকা রেকর্ড করার এবং সার্টিফিকেট প্রদানের এখন কাজ চালিয়ে যাচ্ছে।
advertisement
advertisement
হিস্ট্রি TV18-এর 'The Vial – India’s Vaccine Story' তথ্যচিত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনার বিরুদ্ধে ভারতের লড়াইয়ে CoWin-এর ভূমিকা সম্পর্কে কথা বলেছেন। তিনি বলেন, “ভারতই একমাত্র দেশ যেখানে CoWIN-এর মতো একটি প্ল্যাটফর্মের জন্য সকলে জানতে পেরেছিলেন যে তাঁরা কোথায় টিকা নিতে পারবেন, কোন সময় তাঁদের টিকা কেন্দ্রে পৌঁছতে হবে, যাতে লাইনে ভিড় না হয়। কখন দ্বিতীয়বার টিকাকরণ করতে হবে তারও বিশদ বিবরণ দিয়েছে। প্রযুক্তি এর জন্য যথাযথভাবে ব্যবহার করা হয়েছিল,” ।
advertisement
অভিনেতা মনোজ বাজপেয়ীর The Vial – India’s Vaccine Story-তে কোভিড-১৯ ভ্যাকসিনের শিশি তৈরির কাহিনিকে বলা হয়েছে।ডকুমেন্টারিতে, ন্যাশনাল হেলফ অথরিটির সিইও ডাঃ আরএস শর্মা বলেন, "কানাডা, মেক্সিকো, নাইজেরিয়া এবং পানামা সহ প্রায় ৫০ টি দেশ তাদের টিকাকরণ চালানোর জন্য একটি CoWIN-এর মতো সিস্টেম রাখার আগ্রহ দেখিয়েছে এবং ভারত বিনামূল্যে ওপেন সোর্স সফটওয়্যার ভাগ করতে প্রস্তুত।"
advertisement
Bill & Melinda Gates Foundation সিইও মার্ক সুজমানও প্রশংসা করেছেন CoWIN প্ল্যাটফর্মের। তিনি বলেন, "CoWIN অ্যাপটি গোটা বিশ্বে মডেল বলে আমি মনে করি। আফ্রিকা সহ বিশ্বের অন্যান্য দেশে এই পরিষেবা গ্রহণ করা উচিত।
advertisement
৬০-মিনিটের ডকুমেন্টারিতে প্রথম প্রধানমন্ত্রী মোদিকে দেখানো হয়েছে যেখানে তিনি করোনাভাইরাস মহামারীতে ভারতের বিজয় সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 24, 2023 9:16 PM IST