রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! গতি কমছে শতাব্দীর, কিন্তু কেন?

Last Updated:

ইতিমধ্যেই, বন্দেভারত এক্সপ্রেসের সময়সূচি চুড়ান্ত করে ফেলেছে রেল। প্রকাশিত হয়েছে স্টেশনের তালিকা। যতদূর জানা গিয়েছে, আপাতত, বিহারের বারসোই, মালদহ টাউন, রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের শান্তিনিকেতনে দাঁড়াবে এই ট্রেন। বুধবার বাদে রোজই এই ট্রেন চলবে। ট্রেনের নম্বর ২২৩০১ ও ২২৩০২। মাত্র সাড়ে সাত ঘণ্টাতেই বন্দে ভারত তাঁর যাত্রীদের হাওড়া থেকে পৌঁছে দেবে উত্তরের এনজেপি-তে।

#কলকাতা: কারও পৌষমাস, কারও সর্বনাশ। নাহ! ঠিক 'সর্বনাশ' বললে নিশ্চিত অত্যুক্তি হবে। কিন্তু ভারতীয় রেলের নতুন 'স্টার' বন্দেভারত এক্সপ্রেসের জন্য একটু হলেও পিছিয়ে পড়তে হচ্ছে আরেক 'স্টার' শতাব্দী এক্সপ্রেসকে।
ইতিমধ্যেই, বন্দেভারত এক্সপ্রেসের সময়সূচি চুড়ান্ত করে ফেলেছে রেল। প্রকাশিত হয়েছে স্টেশনের তালিকা। যতদূর জানা গিয়েছে, আপাতত, বিহারের বারসোই, মালদহ টাউন, রবীন্দ্রনাথ ঠাকুরের বোলপুরের শান্তিনিকেতনে দাঁড়াবে এই ট্রেন। বুধবার বাদে রোজই এই ট্রেন চলবে। ট্রেনের নম্বর ২২৩০১ ও ২২৩০২। মাত্র সাড়ে সাত ঘণ্টাতেই বন্দে ভারত তাঁর যাত্রীদের হাওড়া থেকে পৌঁছে দেবে উত্তরের এনজেপি-তে।
advertisement
advertisement
কিন্তু, সব নজর যখন বন্দে ভারত এক্সপ্রেসের দিকে, তখন কিছুটা হলেও খারাপ খবর শতাব্দী এক্সপ্রেসের জন্য। নিজের গতি ও বিলাসব্যসনের সুবিধার জন্য শুরু থেকেই ভারতীয় রেল-এর অন্যতম আকর্ষণ হয়ে এসেছে শতাব্দী এক্সপ্রেস। কিন্তু, রেল সূত্রের খবর, বন্দে ভারত চালু হওয়ার সঙ্গে সঙ্গেই গতি কমছে শতাব্দীর। হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে জুড়ছে বর্ধমান স্টপেজ। তার জেরে এখন শতাব্দী এক্সপ্রেসের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পৌঁছতে সময় লাগবে আরও ১০ মিনিট বেশি।
advertisement
এখনও পর্যন্ত দেশে কেবলমাত্র তিনটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু রয়েছে। প্রথমটি দিল্লি থেকে বারাণসী পর্যন্ত, যা গত ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। দ্বিতীয়টি দিল্লি থেকে জম্মুর কাটরা পর্যন্ত। এবং, তৃতীয়টি গান্ধিনগর থেকে মুম্বই পর্যন্ত। এবার, প্রথম বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে পূর্ব ভারতও। আগামী ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে পূর্ব ভারতের বন্দে ভারত যাত্রার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রেলযাত্রীদের জন্য দুঃসংবাদ! গতি কমছে শতাব্দীর, কিন্তু কেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement