উত্তাল সংসদ, আসাউদ্দিন ওয়েসির শপথগ্রহণে বারংবার জয় শ্রীরাম ধ্বনি

Last Updated:

হায়দরাবদের সাংসদ বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া দিয়েছেন এতবার জয় শ্রীরাম ধ্বনির পরিবর্তে সংবিধান ও মানুষের প্রতি যত্নবান হলে বেশি উপকার হবে মানুষের

#নয়াদিল্লি: অল ইন্ডিয়া সজলিস-এ-ইন্তেহাদুল মুসলিম বা এআইএমআইএম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাউদ্দিন ওয়েসি লোকসভায় সদস্য হিসাবে শপথ নেওয়ার নেওয়ার পরে আল্লাহ হো আকবর বলে চর্চায় এসেছিলেন ৷ সংসদের দ্বিতীয় দিন সাংসদ পদ ও তার গোপনীয়তার বিষয়ক শপথ নিয়েছেন ৷
সেই শপথ নেওয়ার সময়ে সংসদে জয় শ্রীরাম স্লোগান, ভারত মাতার জয়, বন্দে মাতরম ধ্বনিতে ভরে ওঠে সংসদ ৷ এর জবাবে ওয়েসি জানিয়েছেন জয় ভীম, জয় মীম, তকবীর, আলাহ আকবর, জয়হিন্দ বলে পাল্টা স্লোগান দিয়েছেন ৷
শপথ গ্রহণের সময়ে বারেবারে তাঁর দিকে ধেয়ে আসছিল জয় শ্রীরাম ধ্বনি ৷ শপথ গ্রহণের শেষে হায়দরাবদের সাংসদ বিজেপিকে নিশানা করে প্রতিক্রিয়া দিয়েছেন এতবার জয় শ্রীরাম ধ্বনির পরিবর্তে সংবিধান ও মানুষের প্রতি যত্নবান হলে বেশি উপকার হবে মানুষের ৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
উত্তাল সংসদ, আসাউদ্দিন ওয়েসির শপথগ্রহণে বারংবার জয় শ্রীরাম ধ্বনি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement