মহারাষ্ট্রে চালু হল মদের হোম ডেলিভারি ! দোকানে ভিড় কমাতেই এই পদক্ষেপ
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
যদিও কিছু শর্ত রেখেই এই হোম ডেলিভারির অনুমতি দিয়েছে সরকার।
#মুম্বই: মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যে মদের হোম ডেলিভারি চালু করল। যদিও কিছু শর্ত রেখেই এই হোম ডেলিভারির অনুমতি দিয়েছে সরকার। সরকারের তরফ থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে সেই ব্যক্তিকেই এই ডেলিভারি দেওয়া হবে যার কাছে পারমিট থাকবে। হোম ডেলিভারি পেতে হলে লাগবে পারমিট। তাঁদের কাছে অর্ডার করলেই পৌঁছে দেওয়া হবে অ্যালকোহল।
Maharashtra Government Excise department has allowed home delivery of liquor with certain guidelines and precautions which are to be followed during the home delivery. pic.twitter.com/mi3gqzR1Yi
— ANI (@ANI) May 12, 2020
advertisement
এছাড়াও মদের দোকানগুলি যাঁদের ডেলিভারি বয় হিসেবে নেবে। বা যাঁকে দিয়ে ডেলিভারি করাবেন, আগে তাঁর ভালভাবে হেল্থ চেক-আপ করে নিতে হবে। তিনি যেন কোনও ভাবেই কোভিড-১৯-এর বাহক না হন। চেক-আপের পর ওই ব্যক্তিকে একটি আইডেন্টি কার্ড দেওয়া হবে। ওই কার্ড দেখিয়ে হোম ডেলিভারি করা যাবে।
advertisement
যদিও মুম্বই, পুনে ও ঔরঙ্গবাদের জন্য এখুনি এই নিয়ম চালু হচ্ছে না। আপাতত মহারাষ্ট্রের যে যে জায়গায় মদের দোকান খোলার অনুমতি দেওয়া হয়েছে, সেখানেই পাওয়া যাবে ডেলিভারি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2020 6:39 PM IST