বাকশক্তি নষ্ট হতে পারে! ভয়ে মস্তিষ্কে অপারেশন চলাকালীন হনুমান চল্লিশা পাঠ করলেন রোগী
Last Updated:
অস্ত্রোপচারের সময় অজ্ঞান করা হয়নি তাঁকে ৷ বাকযন্ত্রকে সক্ষম রাখতে সে সময় হনুমান চল্লিশা পাঠ করছিলেন হুলাসমল ৷
#জয়পুর: অদ্ভুত ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে ৷ মস্তিষ্কে টিউমরের অস্ত্রোপচার চলাকালীন হনুমান চল্লিশা পাঠ করলেন এক রোগী ৷
বছর ত্রিশের এক ব্যক্তি এপিলেপসিতে ভুগছিলেন অনেকদিন ধরেই ৷ হুলাসমল জঙ্গির নামের ওই ব্যক্তি বিকানিরের একজন কম্পিউটার অ্যাকাউন্ট্যান্ট ৷ কিন্তু এপিলেপসির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর তাঁরা জানান, টিউমর রয়েছে হুলাসমলের মস্তিষ্কে ৷ যত শীঘ্র সম্ভব তা অস্ত্রোপচার করতে হবে ৷ কিন্তু মুশকিল বাঁধে অন্য জায়গায় ৷ চিকিৎসকরা জানান, এই অস্ত্রোপচারে হুলাসমলের বাকশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ৷ সে সময় পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েন ওই ব্যক্তি ৷
advertisement
তবে চিকিৎসকরা জানান, একটা উপায় আছে ৷ যদি ওই ব্যক্তি অপরেশনের সময় কথা বলেন বা সব সময় সজাগ থাকেন তা হলে বাকযন্ত্র সচল থাকবে ৷
advertisement
ডাক্তারি পরিভাষায় এই অস্ত্রোপচারকে ‘Awake Craniotomy’ বা ‘Awake Brain Surgery’ বলে ৷ শেষ পর্যন্ত নারায়ণা মাল্টিস্পেশ্যালিটি হসপিটালে ডক্টর কেকে বনসলের নেতৃত্বে ৮জন চিকিৎসকের একটি দল অপারেশন করে হুলাসমলের ৷ অস্ত্রোপচারের সময় অজ্ঞান করা হয়নি তাঁকে ৷ বাকযন্ত্রকে সক্ষম রাখতে সে সময় হনুমান চল্লিশা পাঠ করছিলেন হুলাসমল ৷
advertisement
A patient kept on reciting Hanuman chalisa while doctors performed his brain surgery pic.twitter.com/neN7aPpM7e
— Raajeev Chopra (@Raajeev_romi) December 27, 2018
অস্ত্রোপচার সফল হওয়ার পর এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর বনসল বলেন, ‘‘কাজটা খুবই কঠিন ছিল ৷ এটি একটি বিশেষ ধরনের অপারেশন ৷ যেখানে রোগীকে অজ্ঞান করা হয় ৷ তার উপর যে জায়গায় টিউমরটা ছিল তার খুব কাছাকাছি আমাদের শ্রবণ, দৃষ্টি আর শরীর নড়াচড়া করার নার্ভগুলি রয়েছে ৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 31, 2018 7:42 PM IST