#জয়পুর: অদ্ভুত ঘটনা ঘটল রাজস্থানের জয়পুরে ৷ মস্তিষ্কে টিউমরের অস্ত্রোপচার চলাকালীন হনুমান চল্লিশা পাঠ করলেন এক রোগী ৷বছর ত্রিশের এক ব্যক্তি এপিলেপসিতে ভুগছিলেন অনেকদিন ধরেই ৷ হুলাসমল জঙ্গির নামের ওই ব্যক্তি বিকানিরের একজন কম্পিউটার অ্যাকাউন্ট্যান্ট ৷ কিন্তু এপিলেপসির সমস্যা নিয়ে চিকিৎসকের কাছে যাওয়ার পর তাঁরা জানান, টিউমর রয়েছে হুলাসমলের মস্তিষ্কে ৷ যত শীঘ্র সম্ভব তা অস্ত্রোপচার করতে হবে ৷ কিন্তু মুশকিল বাঁধে অন্য জায়গায় ৷ চিকিৎসকরা জানান, এই অস্ত্রোপচারে হুলাসমলের বাকশক্তি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে ৷ সে সময় পুরোপুরি মানসিকভাবে ভেঙে পড়েন ওই ব্যক্তি ৷
A patient kept on reciting Hanuman chalisa while doctors performed his brain surgery pic.twitter.com/neN7aPpM7e
— Raajeev Chopra (@Raajeev_romi) December 27, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brain surgery, Hanuman Chalisa, Operation