Terrorist killed:জঙ্গি-সেনা সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা, খতম ১ জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

Last Updated:

terrorist killed by indian army- ভারতীয় সেনা সূত্রে খবর, জঙ্গি দমনে ইতিমধ্যেই অপারেশন 'কাঁচি' শুরু করেছে তাঁরা। জম্মু-কাশ্মীর পুলিশের তথ্য এবং গোয়েন্দা দফতরের সূত্রের উপর নির্ভর করে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঠিক তেমনই ওইদিন নৌসেরার লাম অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল।

ফাইল ছবি
ফাইল ছবি
শ্রীনগর: উপত্যকায় জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে অপারেশন শুরু করেছে ভারতীয় সেনা। আর তারপর থেকেই বারংবার উত্তপ্ত হয়ে উঠেছে জম্মু-কাশ্মীর। সেপ্টেম্বরের ৮ এবং ৯ তারিখে, জম্মু-কাশ্মীরের নৌসেরা অঞ্চলে জঙ্গি-সেনা সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সেনা। ঘটনাস্থল থেকে দুটি একে৪৭ স্বয়ংক্রিয় রাইফেল, এবং একটি পিস্তল উদ্ধার হয়েছে।
ভারতীয় সেনা সূত্রে খবর, জঙ্গি দমনে ইতিমধ্যেই অপারেশন ‘কাঁচি’ শুরু করেছে তাঁরা। জম্মু-কাশ্মীর পুলিশের তথ্য এবং গোয়েন্দা দফতরের সূত্রের উপর নির্ভর করে বিভিন্ন এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। ঠিক তেমনই ওইদিন নৌসেরার লাম অঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল।
এই প্রসঙ্গে ভারতীয় সেনার তরফে এক্স হ্যান্ডলে পোস্টে জানানো হয়, ” নির্দিষ্ট তথ্যের উপর নির্ভর করে, ৮-৯ই সেপ্টেম্বরে জঙ্গি অনুপ্রবেশ ঠেকাতে আমরা নৌসেরার লাম অঞ্চলে চিরুনি তল্লাশি শুরু করি।
advertisement
advertisement
আরও পড়ুন: বিরাট শক্তি বাড়িয়ে আরও গভীর হচ্ছে নিম্নচাপ! তুমুল ভারী বৃষ্টি, কলকাতায় কী হবে?
এরপরেই আমাদের সঙ্গে জঙ্গিদের গুলি-যুদ্ধ শুরু হয়। এই সংঘর্ষে এক জঙ্গি নিহত হয়েছে। আমরা দুটি একে ৪৭, এবং একটি পিস্তল উদ্ধার করেছি। এই অপারেশন আরও চলবে।”
advertisement
ওই এলাকায় অনুপ্রবেশ ঠেকাতে এখনও অপারেশন চালানো হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এই মাসে ২ তারিখ থেকেই জঙ্গি দমন অপারেশন শুরু করেছে ভারতীয় সেনাবাহিনী। সেনা-জঙ্গি সংঘর্ষে এলাকা বারংবার উত্তপ্ত হলেও জঙ্গি অনুপ্রবেশ কড়া হাতে দমন করতে বদ্ধ পরিকর ভারতীয় সেনার তরফ থেকে তা জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Terrorist killed:জঙ্গি-সেনা সংঘর্ষে উত্তপ্ত উপত্যকা, খতম ১ জঙ্গি, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement