কেসিআর-এর হ্যাটট্রিক, কংগ্রেসের প্রত্যাবর্তন না বিজেপির চমক? আজ ঠিক করবে তেলেঙ্গানা

Last Updated:

২০১৪ সাল থেকে তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে বিআরএস৷ ইউপিএ আমলেই পৃথক রাজ্যের স্বীকৃতি পেয়েছিল তেলেঙ্গানা৷ তার পরেও পর পর দু বার ভোটে হারতে হয়েছে কংগ্রেস৷

কার উপরে ভরসা রাখবে তেলেঙ্গানা?
কার উপরে ভরসা রাখবে তেলেঙ্গানা?
হায়দ্রাবাদ: প্রচারে ঝড় তুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কংগ্রেস নেতা রাহুল গান্ধি৷ ক্ষমতা ধরে রাখতে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছেন ভারত রাষ্ট্র সমিতি কে চন্দ্রশেখর রাও৷ কিন্তু ১১৯ আসন বিশিষ্ট তেলেঙ্গানা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পাবে কারা? আজ তা নির্ধারণ করবেন তেলেঙ্গানার মানুষ৷
কেসিআর-এর দল বিআরএস এবার হ্যাটট্রিক করে ক্ষমতায় ফেরার লক্ষ্যে ঝাঁপিয়েছে৷ অন্যদিকে কর্ণাটকেরর পর দক্ষিণের আর এক রাজ্য তেলেঙ্গানা দখলের লক্ষ্যে ভোটারদের ছটি প্রতিশ্রুতি দিয়েছে কংগ্রেস৷ আবার সব হিসেব উল্টে দিয়ে ক্ষমতা দখলের লক্ষ্যে পিছিয়ে পড়া সম্প্রদায়ের থেকে কাউকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি৷
advertisement
advertisement
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে এবার তারকা প্রার্থীদের তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও, তাঁর ছেলে এবং মন্ত্রী কে টি রামা রাও, রাজ্য কংগ্রেস সভাপতি এ রেভানাথ রেড্ডি এবং বিজেপি-র সাংসদ বান্দি সঞ্জয় কুমার এবং ডি অরবিন্দ৷
২০১৪ সাল থেকে তেলেঙ্গানায় ক্ষমতায় রয়েছে বিআরএস৷ ইউপিএ আমলেই পৃথক রাজ্যের স্বীকৃতি পেয়েছিল তেলেঙ্গানা৷ তার পরেও পর পর দু বার ভোটে হারতে হয়েছে কংগ্রেস৷ এবার অবশ্য নতুন করে তেলেঙ্গানা দখলের লক্ষ্যে ঝাঁপিয়েছে কংগ্রেস৷ আবার, প্রথমবার দক্ষিণের রাজ্যটিতে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে বিজেপি৷
advertisement
শাসক দল বিআরএস ১১৯টি আসনেই প্রার্থী দিয়েছে৷ বিজেপি অবশ্য জন সেনা নামে তেলেঙ্গানার স্থানীয় একটি দলকে ৮টি আসন ছেড়েছে৷ আবার কংগ্রেস একটি আসন ছেড়েছে জোটসঙ্গী সিপিআই-কে৷ বেশ কিছু আসনে প্রার্থী দিয়েছে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম৷
বাংলা খবর/ খবর/দেশ/
কেসিআর-এর হ্যাটট্রিক, কংগ্রেসের প্রত্যাবর্তন না বিজেপির চমক? আজ ঠিক করবে তেলেঙ্গানা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement