হঠাৎ ঝড়ের বেগে ঢুকলেন শুভেন্দু, মমতার সামনেই 'চোর', 'চোর' স্লোগান! বিধানসভায় তুলকালাম

Last Updated:

বেলা সাড়ে চারটে নাগাদ আচমকাই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলে ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা৷

বিধানসভায় তুমুল উত্তেজনা৷
বিধানসভায় তুমুল উত্তেজনা৷
কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনা চলাকালীনই চরম উত্তেজনা৷ আচমকা বিধানসভায় ঢুকে পড়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে চোর, চোর স্লোগান তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পাল্টা শুভেন্দু সহ বিজেপি নেতাদের উদ্দেশ্য করে চোর, চোর স্লোগান দিতে থাকেন তৃণমূল বিধায়করাও৷
দু’ পক্ষের স্লোগান পাল্টা স্লোগানে তুমুল উত্তেজনা ছড়িয়েছে বিধানসভার মধ্যে৷ মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল বিধায়করা যে জায়গায় ধরনা দিচ্ছিলেন তার কাছেই দিকে পাল্টা অবস্থান বিক্ষোভে বসে পড়েছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা৷ বিধানসভার মধ্যেই তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷ উত্তেজনা নিয়ন্ত্রণ করতে শেষ পর্যন্ত লালবাজারের বিশাল বাহিনী বিধানসভায় যায়৷
এ দিনই কলকাতায় সভা করতে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তার পাল্টা এ দিন বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে কালো পোশাক পরে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূল বিধায়করা৷ বেলা তিনটে নাগাদ সেই ধরনায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ওই বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কাঁথির সাংসদ শিশির অধিকারীর নাম করে চোর চোর স্লোগান দিতে থাকেন শাসক দলের বিধায়করা৷
advertisement
advertisement
বেলা সাড়ে চারটে নাগাদ আচমকাই বিধানসভায় হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কার্যত নজিরবিহীন ভাবে তৃণমূলে ধরনাস্থলের সামনে দিয়ে হেঁটে যেতে যেতে মুখ্যমন্ত্রীর নাম নিয়ে চোর চোর স্লোগান দিতে থাকেন বিরোধী দলনেতা৷ তাঁর সঙ্গে গলা মেলান আরও কয়েকজন বিজেপি বিধায়ক৷ পাল্টা জবাব দিতে থাকেন শাসক দলের বিধায়করাও৷ চোর, চোর স্লোগানে ভরে যায় বিধানসভা চত্বর তৈরি হয় চরম উত্তেজনার পরিস্থিতি৷
advertisement
বিজেপি বিধায়করা এ দিন ধর্মতলায় অমিত শাহের সভায় যোগ দিতে গিয়েছিলেন৷ সেখান থেকে বাকি বিধায়করাও কিছুক্ষণের মধ্যে বিধানসভায় এসে পৌঁছন৷ এর পর তৃণমূল যে জায়গায় ধরনা দিচ্ছিল, তার ঠিক উল্টো দিকে বিধানসভায় ঢোকার সিঁড়িতে বসে পাল্টা চোর, চোর স্লোগান দিতে থাকেন পদ্ম বিধায়করা৷ তাঁদের হাতে ছিল পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তৃণমূলের জেলবন্দি নেতাদের ছবি সহ প্ল্যাকার্ড৷
advertisement
প্রসঙ্গত, গতকালই শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করেছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ তাতে অবশ্য বিরোধী দলনেতার বিধানসভা চত্বরে ঢুকতে বাধা নেই৷
বাংলা খবর/ খবর/দেশ/
হঠাৎ ঝড়ের বেগে ঢুকলেন শুভেন্দু, মমতার সামনেই 'চোর', 'চোর' স্লোগান! বিধানসভায় তুলকালাম
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement