Billionaire turns into a Monk: ৪০ হাজার কোটির সম্পত্তি ছেড়ে বৌদ্ধ সন্ন্যাসী হয়ে গিয়েছেন পৃথিবীর বিখ্যাত এই শিল্পপতির পুত্র
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Billionaire turns into a Monk:সীমাহীন সম্পত্তি তাঁকে করে তোলে মালয়েশিয়ার ধনীতমদের মধ্যে একজন
মুক্তির খোঁজে রাজৈশ্বর্য ত্যাগ করেছিলেন তথাগত সিদ্ধার্থ। তাঁর দেখানো পথের পথিক হতে ৪০ হাজার কোটি টাকার সম্পদ নস্যাৎ করে আজীবন ভিক্ষুর জীবন বেছে নিয়েছেন এক ধনকুবের-পুত্র৷ সন্ন্যাসজীবনে তাঁর নাম ভেন আজাহন সিরিপানো৷ তাঁর বাবা আনন্দ কৃষ্ণণ ৫ বিলিয়ন ডলার বা ভারতীয় মুদ্রায় ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির মালিক৷ শিল্পপতি মহলে ‘একে’ নামে পরিচিত এই টেলিকম সম্রাট অতীতে এয়ারসেল সংস্থার মালিক ছিলেন৷
জন্মসূত্রে এই তামিল টেলিকম-টাইকুনের বিশাল সম্পত্তির উত্তরাধিকার ছিলেন তাঁর পুত্র আজাহন৷ টেলিকমের পাশাপাশি সংবাদমাধ্যম, খনিজ তেল এবং গ্যাস, রিয়েল এস্টেট এবং উপগ্রহ ক্ষেত্রেও তাঁর বিনিয়োগ ছিল৷ ৯ টি বহুজাতিক সংস্থায় ছিল তাঁর শেয়ার৷ সীমাহীন সম্পত্তি তাঁকে করে তোলে মালয়েশিয়ার ধনীতমদের মধ্যে একজন৷
advertisement
শিল্পপতি পরিচয়ের পাশপাশি আনন্দ একজন প্রথম সারির বৌদ্ধ সমাজসেবীও৷ বিভিন্ন ক্ষেত্রে প্রচুর অর্থ দান করে থাকেন তিনি৷ জানা গিয়েছে তাঁর সন্তান আজাহন মাত্র ১৮ বছর বয়সেই সন্ন্যাস গ্রহণ করেন৷ কেন তিনি সংসারত্যাগী সন্ন্যাস হন, তাঁর কোনও কারণ প্রকাশ্যে জানা যায় না৷ তবে জনশ্রুতি, কোনও এক ছুটিতে নিছক মজা করার জন্য তিনি পা রাখেন সন্ন্যাসজীবনে৷ কিন্তু সেই সাময়িক আচার আচরণই তাঁর জীবনে চিরস্থায়ী এবং গভীর হয়ে ওঠে৷ ধনকুবের বাবা ব্যবসা-রাজপাট সামলানোর পরিবর্তে সাধারণ ভিক্ষু-জীবনই তাঁর কাছে হয়ে ওঠে চুম্বক৷
advertisement
দু’ দশকেরও বেশি সময় হল, সিরিপানয়ো সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছেন৷ বনে থাকতে শুরু করেন সন্ন্যাসী হয়ে৷ বর্তমানে তিনি আছেন থাইল্যান্ডের তাও দাম বৌদ্ধ মঠে৷ শোনা যায়, আনন্দ কৃষ্ণণের প্রথম পক্ষের এই সন্তান তাঁর মায়ের দিক থেকে থাইল্যান্ডের রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত৷ এছাড়া তাঁর পূর্বাশ্রম নিয়ে বেশি কিছু জানা যায় না৷ দুই বোনের সঙ্গে তিনি বড় হয়ে উঠেছেন ইংল্যান্ডে এবং স্বচ্ছন্দে বলতে পারেন ৮ টি ভাষা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 15, 2023 4:39 PM IST