Telangana Bridge Collapse: তেলঙ্গানায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান সেতুর একাংশ ! কারণ নাকি ‘জোরে বাতাস’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Telangana Under-Construction Bridge Collapses: স্থানীয়দের দাবি, সে সময় জোরে হাওয়া দিচ্ছিল ! আর তাতেই নাকি এমন কাণ্ড ! অল্পের জন্য প্রাণে বাঁচেন কয়েকজন মানুষ ৷
হায়দরাবাদ: ব্রিজ তৈরির কাজ চলছিল গত ৮ বছর ধরে ৷ কিন্তু হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতুর বেশ কিছুটা অংশ ! সোমবার রাত ৯টা ৪৫ নাগাদ ভেঙে পড়ে তেলঙ্গানার পেদাপল্লী জেলার এই নির্মীয়মান সেতুটি ৷ স্থানীয়দের দাবি, সে সময় জোরে হাওয়া দিচ্ছিল ! আর তাতেই নাকি এমন কাণ্ড ! অল্পের জন্য প্রাণে বাঁচেন বেশ কয়েকজন মানুষ ৷
Under construction bridge collapsed in Peddapalli due to heavy winds.!! 😭
Construction of this bridge started in 2016 under BRS govt, still not completed, but it collapsed due to winds last night.!!
Structures started by the BRS govt can’t even stand winds.!?🤷🏻😂 pic.twitter.com/QSqOOuStPw
— Gems Of Telangana (@GemsOfKCR) April 23, 2024
advertisement
advertisement
জানা গিয়েছে, সেতুর দু’টি স্তম্ভের উপর ছিল ৫টি কংক্রিটের পাত। মনে করা হচ্ছে, তীব্র হাওয়ার কারণে তার মধ্যে দু’টি ভেঙে পড়েছে। অল্পের জন্য এদিন প্রাণে বেঁচে যান কয়েকজন বরযাত্রীও ৷ কারণ ৬৫ জন বরযাত্রীকে নিয়ে একটি বিয়ে বাড়ির বাস ঘটনার সময় সেতুর সামনে দিয়ে যাচ্ছিল। বাসটি চলে যাওয়ার এক মিনিট পরেই ভেঙে পড়ে সেতুটি।
advertisement
এই ব্রিজ তৈরির জন্য ২০১৬ সালে মোট ৪৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেতুটির নির্মাণ এক বছরের মধ্যেই শেষ হওয়ার কথা ছিল। কিন্তু স্থানীয়রা জানিয়েছেন, এক বছরের মধ্যেই নির্মাণের কাজ বন্ধ করে দেন ঠিকাদার। কারণ নাকি সরকার সেসময়ে টাকা দেয়নি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Hyderabad,Telangana
First Published :
April 24, 2024 9:34 AM IST