Telangana Election 2023 Result: 'জন্মভূমি' হাতছাড়া হতে চলেছে চন্দ্রশেখরের? ভোটের তেলঙ্গানা চমকে উঠছে 'এই' ঘটনায়

Last Updated:

Telangana Election 2023 Result: এবারের ভোটে দু’টি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন কে চন্দ্রশেখর রাও।

নিজের কেন্দ্রে হারছেন কেসিআর
নিজের কেন্দ্রে হারছেন কেসিআর
হায়দরাবাদ: ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভা নির্বাচনে জিততে ৬০ আসনের ম্যাজিক ফিগার ছুঁতে হবে যে কোনও দলকে। এই রাজ্যে লড়াই মূলত কেসিআর-এর বিআরএস বনাম কংগ্রেসের মধ্যে। তাছাড়া বিজেপি এবং এআইএমআইএম-ও উল্লেখ্যযোগ্য ভূমিকা পালন করতে চলেছে এখানে। এই আবহে এই দক্ষিণী এই রাজ্যে এবার কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে। অন্তত এখনও পর্যন্ত যা ট্রেন্ড, সেই অনুযায়ী, তেলঙ্গানায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৬ আসনে, বিআরএস এগিয়ে রয়েছে ৪১টি এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র ৯ আসনে, মিম এগিয়ে রয়েছে ৩ আসনে। তবে, সবচেয়ে অবাক করা বিষয় হল, তেলঙ্গানার মুখ্যমন্ত্রী কেসিআর শুরু থেকেই পিছিয়ে পড়ছেন নিজের ‘জন্মভূমি’ কামারেড্ডি থেকে। এই বিধানসভা কেন্দ্রে তিন নম্বরে নেমে গিয়েছেন তিনি। কামারেড্ডি থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেস নেতা রেবন্ত রেড্ডি।
এবারের ভোটে দু’টি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন কে চন্দ্রশেখর রাও। একটি কেন্দ্র কামারেড্ডি। অন্যটি গজওয়েল। সাম্প্রতিক ট্রেন্ডে, কামারেড্ডি থেকে পিছিয়ে কেসিআর। তবে অপর কেন্দ্র গজওয়েল থেকে এগিয়ে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।
advertisement
হায়দরাবাদে কংগ্রেস নেতা মাল্লু রবি বলেন, ‘কংগ্রেস রাজ্যে ৭৫ থেকে ৯৫টি আসনে জিতবে। বিআরএস ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। বিজেপি ৬-৭টি আসন পেতে পারে।’ এতটা না হলেও এখনই যা পরিস্থিতি, তাতে তেলঙ্গানায় সরকার গড়া কংগ্রেসের কাছে প্রায় নিশ্চিত।
advertisement
দেশের সবথেকে নবীন রাজ্য তেলঙ্গানা। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু’টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের ভোটের প্রেক্ষাপটটি ভিন্ন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে এই রাজ্যে। বিজেপি এবং কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কেসিআর-এর বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি সরকার গড়ার পথে কংগ্রেসই।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telangana Election 2023 Result: 'জন্মভূমি' হাতছাড়া হতে চলেছে চন্দ্রশেখরের? ভোটের তেলঙ্গানা চমকে উঠছে 'এই' ঘটনায়
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement