Telengana CM Swearing In: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ রেভান্থ রেড্ডির! অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Telengana CM Swearing In: তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কংগ্রেসের রাজ্য সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন।
নয়াদিল্লি: “তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য শ্রী রেভান্থ রেড্ডি গারুকে অভিনন্দন। আমি রাষ্ট্রের অগ্রগতি এবং এর নাগরিকদের কল্যাণের জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিচ্ছি।” তেলেঙ্গানার নবনির্বাচিত মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি, এবং প্রিয়াঙ্কা গান্ধি।
তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কংগ্রেসের রাজ্য সভাপতি অনুমুলা রেভান্থ রেড্ডি রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গত মঙ্গলবারই তার নাম ঘোষণা করা হয়। নিজের নাম ঘোষণার পর গতকাল দিল্লি পৌঁছন অনুমুলা রেভান্থ রেড্ডি। তাঁর সঙ্গে দেখা করেন সোনিয়া গান্ধি, রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভদ্র।
Congratulations to Shri Revanth Reddy Garu on taking oath as the Chief Minister of Telangana. I assure all possible support to further the progress of the state and the welfare of its citizens. @revanth_anumula
— Narendra Modi (@narendramodi) December 7, 2023
advertisement
advertisement
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় রাজধানী দিল্লিতে এআইসিসির সাধারণ সম্পাদক কে.সি.ভেনুগোপাল ঘোষণা মতোই অনুমুলা রেভান্থ রেড্ডি আজ বৃহস্পতিবার ৭ ডিসেম্বর তেলেঙ্গানার পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। রেভান্থ রেড্ডি তেলেঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হতে চলেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী কে. চন্দ্রশেখর রাওয়ের দল ভারতীয় রাষ্ট্রীয় সমিতি দুইবারের মেয়াদে রাজ্য শাসন করার পর গত ৩০নভেম্বর নির্বাচনের ফল প্রকাশ হতে দেখা যায় তারা কংগ্রেসের কাছে ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়েছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2023 2:35 PM IST