Telangana Ambulance Theft: হাসপাতাল থেকে ছিনতাই অ্যাম্বুলেন্স! ১০০ কিমি ধাওয়া করে চোর ধরল পুলিশ, দেখুন ভিডিও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Telangana Ambulance Theft: চুরি করা অ্যাম্বুলেন্সটি '১০৮' পরিষেবার অন্তর্গত ছিল। সকালে ওই ব্যক্তি এটি হাসপাতাল থেকে চুরি করে হায়দরাবাদ-ভিজয়ওয়াড়া জাতীয় সড়কে সাইরেন বাজিয়ে চালিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে...
হায়াথ: একজন ৫০ বছর বয়সী ব্যক্তি, যাকে “মানসিকভাবে অসুস্থ” মনে করা হচ্ছে, এক অদ্ভুত কাণ্ড ঘটিয়েছেন। শনিবার হায়দারাবাদের হায়াথ নগর থেকে একটি অ্যাম্বুলেন্স চুরি করেন তিনি। পুলিশ জানিয়েছে, প্রায় ১০০ কিমি ধাওয়ার পর তাকে আটক করা হয়েছে।
চুরি করা অ্যাম্বুলেন্সটি ‘১০৮’ পরিষেবার অন্তর্গত ছিল। সকালে ওই ব্যক্তি এটি হাসপাতাল থেকে চুরি করে হায়দরাবাদ-ভিজয়ওয়াড়া জাতীয় সড়কে সাইরেন বাজিয়ে চালিয়ে যাচ্ছিল বলে জানা গিয়েছে।ধাওয়া চলাকালীন চিটিয়ালায় অ্যাম্বুলেন্সটি একটি পুলিশ গাড়িকে ধাক্কা দিলে এক সহকারী সাব-ইন্সপেক্টর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
advertisement
advertisement
রুট বরাবর বিভিন্ন থানা থেকে পুলিশ সদস্যরা সিনেমার মতো এই চোরকে ধাওয়ায় অংশ নেন। শেষমেশ, এক টোল প্লাজা পার করার পর অ্যাম্বুলেন্সটি রেলিংয়ে ধাক্কা মেরে রাস্তার ধারের নালায় পড়ে যায়। তখনই অভিযুক্তকে আটক করা হয়।
advertisement
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সটি টোল প্লাজার কাছে লরির মাধ্যমে তৈরি করা ব্যারিকেড পেরিয়ে যাচ্ছে। অভিযুক্তও আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, চোরকে চূড়ান্ত অস্থির মানসিকতার মনে হয়েছে। সে অদ্ভুত আচরণ করছিল সবার সঙ্গে। তবে এই চোরের সঙ্গে আর কোনও অপরাধের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
It’s not a #Chasing scene of an action film shooting, on #Hyderabad–#Vijayawada National Highway.
A #thief stole 108 #Ambulance from a hospital at Hayathnagar and fled towards Vijayawada, at high speed by using the siren.
Police alerted on the highway to catch the thief.
1/2 pic.twitter.com/llvXMjxXO9— RSB NEWS 9 (@ShabazBaba) December 7, 2024
advertisement
এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, দুর্ঘটনার শিকার এক রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় চালক এবং টেকনিশিয়ান গাড়ি থেকে নামলে অভিযুক্ত অ্যাম্বুলেন্সটি চুরি করেন। ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তদন্ত চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 08, 2024 12:14 AM IST