Marriage Chaos: ইনস্টাগ্রামে তিন বছরের পরিচয়, বিয়ের দিন জানা গেল পাত্রীর অস্তিত্বই নেই! বরের যা হল...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Marriage Chaos: দীপকের বাবা প্রেমচাঁদ জানান, ছেলের বিয়ের জন্য ১৫০ জন অতিথিকে নিয়ে তিনি মোগা পৌঁছেছেন। এ জন্য তিনি একটি ট্যাক্সি ও ক্যাটারার ভাড়া করেন। কিন্তু প্রতারণার চক্করে সবকিছুই এখন জলে...
চণ্ডীগড়: দেশে এখন বিয়ের মরশুম চলছে। পঞ্জাব থেকে কর্ণাটক-কেরালা এবং বাংলা থেকে মহারাষ্ট্র-গুজরাটে বাজানো হচ্ছে সানাই। আস্থা ও নিষ্ঠার বন্ধনে আবদ্ধ হচ্ছেন দুই মানুষ। এসবের মাঝে এমন কিছু ঘটনাও সামনে আসছে, যার কারণে সুখ দুঃখে পরিণত হচ্ছে। পাঞ্জাবে এমনই এক ঘটনা সামনে এসেছে।
দুবাই থেকে এক ব্যক্তি বিয়ের প্রবল উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দেশে ফিরেছেন। তার ইনস্টাগ্রাম বন্ধুকে বিয়ে করার জন্য, তিনি কনের দেওয়া ঠিকানায় বিয়ের মিছিল নিয়েছিলেন, কিন্তু এরপর যা ঘটেছিল তা সবাইকে হতবাক করে দিয়েছে। বিয়ের অতিথিরা হতবাক এবং বর ও তার আত্মীয়রা শোকে স্তব্ধ।
advertisement
advertisement
আসলে, দীপক কুমার (২৪), দুবাইয়ের একজন উপার্জনকারী, তার সোশ্যাল মিডিয়া বন্ধুকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। এরপর দীপকের বাবা প্রেমচাঁদ মেয়ে মনপ্রীত কৌরের পরিবারের সঙ্গে বিয়ের কথা বলেন। বিয়ের তারিখ ও দিন ঠিক করা হয়েছে। এর পর দীপক দুবাই থেকে জলন্ধরের মান্দিয়ালি গ্রামে ফিরে আসেন। দীপক বিয়ের নির্ধারিত তারিখ ও দিনে ১৫০ জন অতিথিকে নিয়ে কনের পক্ষের দেওয়া ঠিকানায় পৌঁছে যান।
advertisement
আরও পড়ুন: ঘটা করে দ্বিতীয় বিয়ে ব্যক্তির, রাতে প্রথম স্ত্রী-এর গোপনাঙ্গে দেওয়া হল ফেভিকুইক! জানুন ঘটনাটি
মোগার রোজ গার্ডেন প্যালেসের ঠিকানা দিয়েছিলেন সেই পাত্রী মনপ্রীত কৌর। বিয়ের মিছিল নিয়ে দীপক মোগা পৌঁছলে স্থানীয় লোকজনের কাছে রোজ গার্ডেন প্যালেসের ঠিকানা জানতে চান। সেখানকার লোকজন জানান, মোগায় এই নামের কোনও বিয়ের হলই নেই। এরপর বরের পায়ের নিচের মাটি সরে যায়। বিয়ে সেলিব্রেট করতে আসা অতিথিদের অবস্থা তখন করুণ হয়ে যায়। নিমেষে তাল কেটে যায় সব কিছুর।
advertisement
দীপক জানিয়েছেন, ইনস্টাগ্রামে মনপ্রীত কৌরের সঙ্গে তাঁর পরিচয় হয়েছিল। গত তিন বছর ধরে দুজনেই একে অপরকে চিনতেন। যদিও তাদের দুজনের কখনও দেখা হয়নি। বরের পক্ষ থেকে কনের পক্ষের সাথে যোগাযোগ করা হলে জানা যায় তারা ইতিমধ্যেই বিয়ের ভেন্যুতে রওনা দিয়েছে। এর পর মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কনে বা তার পরিবারের সদস্যদের কাউকেই খুঁজে পাওয়া যায়নি। বিপর্যস্ত দীপক ও তার বাবা প্রেমচাঁদ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
advertisement
দীপক জানিয়েছেন, কয়েকদিন আগে তিনি মনপ্রীতের অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা ট্রান্সফার করেছিলেন। দীপকের বাবা প্রেমচাঁদ জানান, ছেলের বিয়ের জন্য ১৫০ জন অতিথিকে নিয়ে তিনি মোগা পৌঁছেছেন। এ জন্য তিনি একটি ট্যাক্সি ও ক্যাটারার ভাড়া করেন। দীপক জানায় যে মনপ্রীত তাকে বলেছিল যে, সে মোগার বাসিন্দা এবং ফিরোজপুরে কাজ করে। মোগার এএসআই হরজিন্দর সিং বলেছেন যে তিনি দীপক কুমারের কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 07, 2024 8:00 PM IST