কৃষ্ণরূপী তেজপ্রতাপের ২০১৯-র লোকসভার কুরুক্ষেত্র জয়ের ডাক !
Last Updated:
#পটনা: স্ত্রী ঐশ্বর্যের সঙ্গে বিচ্ছেদ ! তারপরেই রাজনীতি থেকে কার্যত দূরে সরে যান লালু প্রসাদ যাদবের ছেলে তেজপ্রতাপ ৷ অবশেষে, সমস্ত বিতর্ককে কার্যত তুড়ি মেরে উড়িয়ে রাজনীতিতে ফিরলেন তেজপ্রতাপ যাদব ৷
চেনাপরিচিত ‘ভস্ম তিলক’ কপালে এঁকে পটনার রাষ্ট্রীয় জনতা দলের দফতরে আসেন আজ তেজপ্রতাপ ৷ লালুর ছেলের আকস্মিক আগমণে চমকে যান দফতরের কর্মীরা ৷ শুধু সেখানে ঢুঁ মেরে চলে যাননি তিনি ৷ রাষ্ট্রীয় জনতা দলের যুব কর্মী এবং ছাত্রনেতাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তেজপ্রতাপ ৷
বৈঠক শেষে বেরিয়ে সাংবাদিক বৈঠক করেন তেজপ্রতাপ যাদব ৷ বিজেপি-আরএসএসকে একসঙ্গে কটাক্ষ করেন তেজপ্রতাপ ৷ তিনি বলেন, ‘ভগবান শ্রীরামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আমি ফিরেছি ৷ ২০১৯-র লোকসভা নির্বাচন কুরুক্ষেত্রের যুদ্ধে পরিণত হবে ৷ আর মানুষের ভোটই হবে সুদর্শন চক্র ৷ সেই চক্র দিয়েই বিজেপিকে রুখব আমরা ৷’
advertisement
advertisement
রাজনৈতিক কারণে ভাই তেজস্বীর সঙ্গেও সম্পর্ক ভাল ছিল না তেজপ্রতাপের ৷ পশুখাদ্য মামলায় লালু প্রসাদ যাদবের কারাদণ্ড হওয়ার পর দলের সমস্ত কাজ সামালাচ্ছিলেন তেজস্বীই ৷ যা নিয়েই দুই ভাইয়ের মধ্যে বিবাদ বাঁধে ৷ কিন্তু সেই বিবাদ ভুলে গিয়েই তেজপ্রতাপ বলেন, ‘আমি তেজস্বীকে অর্জুনের মতই মনে করি ৷ রাজনীতিতে ও যাতে আরও সফল হয় সেই বিষয়েই ওঁকে পরামর্শ দেব আমি ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 17, 2018 4:20 PM IST