এই ‘কলির কেষ্ট’ কিন্তু দেশের এক নামী নেতা, পরিচয় লুকিয়ে ভিডিওতে

Last Updated:
#পটনা: ‘হর হর মহাদেব’আর ‘ব্যোম ভোলে’-ধ্বনিতে ভরে উঠেছিল চারপাশ ৷ বিরাট শিব লিঙ্গে সামনে কোমরে বাঘছাল আর গলায় রুদ্রাক্ষের মালা জড়ানো এক পুরুষ ৷ তাঁর হাতে বিরাট ডমরু ৷ আর সেই ডমরুর আওয়াজে গম গম করছে চারদিক ৷ এমন ভিডিওই ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় ৷ আর ভাইরাল হওয়ারই তো কথা ৷ ভিডিওতে শিবের সাজে থাকা মানুষটি তো আর যে সে ব্যক্তি নন ৷ তিনিই ছিলেন দেশের এক নামী রাজনৈতিক নেতা ৷
এখনও বুঝতে পারলেন না ? আরে তিনিই তো ছিলেন রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মন্ত্রী তেজপ্রতাপ যাদব। শিবের সাজে যাঁর ভিডিওতে মেতেছিল গোটা দেশ ৷ সমালোচনাও কম হয়নি ৷ এরপর তো তেজপ্রতাপের আরও একটি মারাত্মক ভিডিও সামনে এসেছিল তাঁর ৷ যেখানে একপাল মানুষের সামনে হ্য়ান্ড পাম্প চেপে স্নান করতে দেখা গিয়েছিল তাঁকে ৷ আর সেখানে তাঁর গোপনাঙ্গ প্রকট হয়ে পড়েছিল ৷ আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই বিড়ম্বনায় পড়েছিলেন তেজপ্রতাপ ৷
advertisement
advertisement
advertisement
আরও একবার নতুন সাজে এলেন তিনি ৷ আবার নতুন চমক ৷ এ বার এলেন ‘শ্রীকৃষ্ণ’-এর সাজে ৷ এবারে ঠোঁটে বাঁশি, মাথায় ময়ূরের পালক নিয়ে তেজকে ঘুরে বেড়াতে দেখা গিয়েছে এক পাল গরুর মাঝে। যেন তিনি শ্রীকৃষ্ণ। ছবির ক্যাপশনও খানিক তাইই বলেছে। যেখানে তেজপ্রতাপ লিখেছেন, ‘শ্রীকৃষ্ণের বাঁশি শুনে যেমন গরুর পাল শান্ত হয়ে যেত... মানুষ নিজেকে পরিবর্তন করুক শ্রীকৃষ্ণের জীবনীকে সামনে রেখে’। মাত্র ৭ ঘণ্টায় ভিডিওটি দেখেছে সাড়ে ছয় হাজারের বেশি ফলোয়ার। বাঁশি হাতে পিছন থেকে তেজপ্রতাপের ছবিটি পোস্ট হয়েছে প্রায় ২০ ঘণ্টা আগে। তাতে লাইকের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে চার হাজার।
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
এই ‘কলির কেষ্ট’ কিন্তু দেশের এক নামী নেতা, পরিচয় লুকিয়ে ভিডিওতে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement