Tejas Fighter Jet Crash: দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের ভিডিও, দুবাই এয়ার শো-তে তখন ফটোশ্যুটে ব্যস্ত মৃত উইং কমান্ডার নমনশ সিয়াল

Last Updated:

Tejas Fighter Jet Crash IAF Pilot Namansh Syal Video: ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট নমনশ সিয়ালের। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের ভিডিও (Photo and Video Courtesy: @Anura_Indo/X)
দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের ভিডিও (Photo and Video Courtesy: @Anura_Indo/X)
দুবাই: এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ! শুক্রবার দুপুরে দুবাইয়ের আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে আছড়ে পড়ে ভারতীয় বায়ুসেনার তেজস যুদ্ধবিমান। ভয়াবহ এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাইলট নমনশ সিয়ালের। শুক্রবার স্থানীয় সময় দুপুর ২টো ১০ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক সেই দুর্ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
শুক্রবার ছিল এয়ার শো-এর শেষ দিন। তেজস উড়িয়ে নানা কলাকৌশল দেখাচ্ছিলেন উইং কমান্ডার নমনশ। কিন্তু আচমকাই যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার পর সেটি গোত্তা খেয়ে মাটিতে আছড়ে পড়ে আগুন ধরে যায়।
advertisement
চার দিন ধরে এয়ার শো চলছিল দুবাইয়ে। সংবাদসংস্থা সূত্রে খবর, এয়ার শো-এ কেমন পারফরম্যান্স করছেন, বাড়িতে বাবার কাছে জানতে চেয়েছিলেন। শুধু তা-ই নয়, এয়ার শো-ও দেখতে বলেছিলেন। পুত্রের কথামতো গত দু’দিন ধরে ইউটিউবে সেই ভিডিওগুলি দেখছিলেন জগন্নাথ সিয়াল। শুক্রবার সন্ধ্যায় ইউটিউবে এয়ার শো-এর ভিডিও দেখতে দেখতেই সেখান থেকে জানতে পারেন ওই এয়ার শো-এ একটি তেজস দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। দুবাই এয়ার শো-র একটি ভিডিওতে এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ সেটা দুর্ঘটনা ঘটার কিছু সময়ের আগের ভিডিও বলে দাবি করা হচ্ছে ৷ ভারতের MoS Defence সঞ্জয় শেঠ, UAE-এর রাষ্ট্রদূত দীপক মিত্তল, এবং MEA অতিরিক্ত সচিব (গালফ) অসীম মহাজনের সঙ্গে কথা বলার পাশাপাশি একটি গ্রুপ ছবি তুলতেও দেখা যায় নমনশকে ৷
advertisement
advertisement
পড়াশোনায় দুর্দান্ত ছিল নমনশ। হিমাচলের আর্মি পাবলিক স্কুল এবং সৈনিক স্কুল থেকে পড়াশোনা নমনশের। ২০০৯ সালে এনডিএ পরীক্ষায় পাশ করে বায়ুসেনায় যোগ দেন। তাঁর স্ত্রীও একজন উইং কমান্ডার। কলকাতায় প্রশিক্ষণ নিয়েছেন তিনি। নমনশেরা তামিলানাড়ুর কোয়েম্বত্তূরে থাকেন। তাঁর বাবা এবং মা সপ্তাহ দুয়েক আগে কোয়েম্বত্তূরে আসেন। তাঁদের একমাত্র নাতনির দেখাশোনা করছিলেন। সেই সময়েই তাঁদের কাছে নমনশের মৃত্যুর খবর আসে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tejas Fighter Jet Crash: দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগের ভিডিও, দুবাই এয়ার শো-তে তখন ফটোশ্যুটে ব্যস্ত মৃত উইং কমান্ডার নমনশ সিয়াল
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement