Tejas Express: ট্রেন লেট ২ ঘণ্টা, তেজস এক্সপ্রেসের যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC, টাকার অঙ্ক ৪.৫ লাখ !

Last Updated:

IRCTC to pay over Rs 4 lakh compensation to passengers: তেজস এক্সপ্রেস (Tejas Express) ২ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোয় এবার IRCTC-র তরফে ২০৩৫ জন যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ যে টাকার অঙ্ক প্রায় ৪.৫ লক্ষ টাকা !

নয়াদিল্লি:  ট্রেন লেট হওয়া ভারতীয় রেলের ক্ষেত্রে কোনও নতুন ঘটনা নয় ৷ অনেক সময়েই যাত্রীরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময়ের পরে তাদের গন্তব্যে পৌঁছন ৷ এমন ঘটনা অতীত থেকেই ঘটে চলছে ৷ বর্তমানে সেই সমস্যা অবশ্য অনেকাংশেই মিটেছে ৷ যাত্রীদের ‘অন-টাইম’ পৌঁছে দিতে মোটামুটি সফলই বলা চলে ভারতীয় রেলকে ৷ কিন্তু এবার ট্রেন লেট করায় যা ঘটল, তা অবশ্যই মনে রাখার মতো ৷ India Today TV-র খবর অনুযায়ী তেজস এক্সপ্রেস (Tejas Express) ২ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোয় এবার IRCTC-র তরফে মোট ২০৩৫ জন যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে  ৷ সবমিলিয়ে টাকার অঙ্ক প্রায় ৪.৫ লক্ষ টাকা !
জানা গিয়েছে, গত শনি এবং রবিবার দেরিতে চলে তেজস এক্সপ্রেসের দুটি ট্রেন ৷ প্রচণ্ড বৃষ্টির জন্য নয়াদিল্লি রেল স্টেশনে সিগনাল সমস্যায় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে পৌঁছয় তেজস এক্সপ্রেস ৷ এরপর রবিবারও লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা দেরিতে পৌঁছয় ৷ এর জন্য যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আইআরসিটিসি ৷ সব যাত্রীদের ক্ষতিপূরণ বাবদ রেলের ব্যয় হবে মোট ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Tejas Express: ট্রেন লেট ২ ঘণ্টা, তেজস এক্সপ্রেসের যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC, টাকার অঙ্ক ৪.৫ লাখ !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement