Tejas Express: ট্রেন লেট ২ ঘণ্টা, তেজস এক্সপ্রেসের যাত্রীদের ক্ষতিপূরণ দেবে IRCTC, টাকার অঙ্ক ৪.৫ লাখ !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
IRCTC to pay over Rs 4 lakh compensation to passengers: তেজস এক্সপ্রেস (Tejas Express) ২ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোয় এবার IRCTC-র তরফে ২০৩৫ জন যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়া হবে ৷ যে টাকার অঙ্ক প্রায় ৪.৫ লক্ষ টাকা !
নয়াদিল্লি: ট্রেন লেট হওয়া ভারতীয় রেলের ক্ষেত্রে কোনও নতুন ঘটনা নয় ৷ অনেক সময়েই যাত্রীরা নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি সময়ের পরে তাদের গন্তব্যে পৌঁছন ৷ এমন ঘটনা অতীত থেকেই ঘটে চলছে ৷ বর্তমানে সেই সমস্যা অবশ্য অনেকাংশেই মিটেছে ৷ যাত্রীদের ‘অন-টাইম’ পৌঁছে দিতে মোটামুটি সফলই বলা চলে ভারতীয় রেলকে ৷ কিন্তু এবার ট্রেন লেট করায় যা ঘটল, তা অবশ্যই মনে রাখার মতো ৷ India Today TV-র খবর অনুযায়ী তেজস এক্সপ্রেস (Tejas Express) ২ ঘণ্টা দেরিতে গন্তব্যে পৌঁছনোয় এবার IRCTC-র তরফে মোট ২০৩৫ জন যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ৷ সবমিলিয়ে টাকার অঙ্ক প্রায় ৪.৫ লক্ষ টাকা !
জানা গিয়েছে, গত শনি এবং রবিবার দেরিতে চলে তেজস এক্সপ্রেসের দুটি ট্রেন ৷ প্রচণ্ড বৃষ্টির জন্য নয়াদিল্লি রেল স্টেশনে সিগনাল সমস্যায় প্রায় আড়াই ঘণ্টা দেরিতে পৌঁছয় তেজস এক্সপ্রেস ৷ এরপর রবিবারও লখনউ-দিল্লি তেজস এক্সপ্রেস প্রায় ১ ঘণ্টা দেরিতে পৌঁছয় ৷ এর জন্য যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে আইআরসিটিসি ৷ সব যাত্রীদের ক্ষতিপূরণ বাবদ রেলের ব্যয় হবে মোট ৪ লক্ষ ৪৯ হাজার ৬০০ টাকা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 25, 2021 7:48 AM IST