একা পেয়ে রাঁচীতে ১৪ বছরের কিশোরীকে ৯ জন মিলে গণ নির্যাতনের অভিযোগ! তদন্তে পুলিশ
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
এবার রাঁচীতে কিশোরীকে গণ নির্যাতনের অভিযোগ উঠল ৯ জনের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে রাঁচী পুলিশ।
এবার রাঁচীতে কিশোরীকে গণ নির্যাতনের অভিযোগ উঠল ৯ জনের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে রাঁচী পুলিশ। নির্যাতিতার অভিযোগ, রবিরাপ রাতে ৯ জন মিলে রাঁচীর রতু এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণ করে।
ঘটনার পর থেকেই অভিযুক্তেরা ফেরার হয়ে যায়। এই ঘটনায় পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষও করা হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক।
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনার কবলে তিনটি গাড়ি! দুই ট্রাকের ধাক্কায় দু’দিক থেকে পিষে গেল বাস, আহত অনেকে
advertisement
advertisement
পুলিশ আরও জানিয়েছে বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। রতু থানার অফিসার ইন চার্জ রামনারায়ণ সিং জানিয়েছেন পকসো আইনেই এখাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন ব্যবস্থা নিলেও অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা।
advertisement
এমনিতেই পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সেই নিয়ে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার অভিযোগ অনুযায়ী। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয় এই ঘটনায়। এছাড়াও রাজ্যে এবং দেশের একাধিক জায়গায় ধর্ষণের ঘটনায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
October 14, 2025 7:38 PM IST