একা পেয়ে রাঁচীতে ১৪ বছরের কিশোরীকে ৯ জন মিলে গণ নির্যাতনের অভিযোগ! তদন্তে পুলিশ

Last Updated:

এবার রাঁচীতে কিশোরীকে গণ নির্যাতনের অভিযোগ উঠল ৯ জনের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে রাঁচী পুলিশ।

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
এবার রাঁচীতে কিশোরীকে গণ নির্যাতনের অভিযোগ উঠল ৯ জনের বিরুদ্ধে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করেছে রাঁচী পুলিশ। নির্যাতিতার অভিযোগ, রবিরাপ রাতে ৯ জন মিলে রাঁচীর রতু এলাকায় ওই কিশোরীকে গণধর্ষণ করে।
ঘটনার পর থেকেই অভিযুক্তেরা ফেরার হয়ে যায়। এই ঘটনায় পুলিশ সুপার প্রবীণ পুষ্কর জানিয়েছেন পুলিশ ইতিমধ্যেই পাঁচজনকে গ্রেফতার করেছে। সেই সঙ্গে ওই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষও করা হয়েছে বলে জানান ওই পুলিশ আধিকারিক।
advertisement
advertisement
পুলিশ আরও জানিয়েছে বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। রতু থানার অফিসার ইন চার্জ রামনারায়ণ সিং জানিয়েছেন পকসো আইনেই এখাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত, প্রশাসন ব্যবস্থা নিলেও অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ এবং নির্যাতনের ঘটনা।
advertisement
এমনিতেই পশ্চিমবঙ্গে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। সেই নিয়ে ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার অভিযোগ অনুযায়ী। নির্যাতিতার গোপন জবানবন্দিও নেওয়া হয় এই ঘটনায়। এছাড়াও রাজ্যে এবং দেশের একাধিক জায়গায় ধর্ষণের ঘটনায় নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একা পেয়ে রাঁচীতে ১৪ বছরের কিশোরীকে ৯ জন মিলে গণ নির্যাতনের অভিযোগ! তদন্তে পুলিশ
Next Article
advertisement
Richa Ghosh: সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
সোনার ব্যাট বলে সোনার মেয়েকে বরণ! বিশ্বকাপ জয়ী রিচাকে ইডেনে সংবর্ধনা দেবে সিএবি
  • বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে সংবর্ধনা জানাবে সিএবি৷

  • ৭ অথবা ৮ নভেম্বর ইডেন গার্ডেন্সে অনুষ্ঠান৷

  • উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকেও৷

VIEW MORE
advertisement
advertisement