টয়লেটে কে ফেলল ব্যবহৃত প্যাড ? জামা খুলে ‘চেক’ করলেন সরকারি স্কুলের শিক্ষিকারা
Last Updated:
#চণ্ডীগড়: কেউ কি স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছে ? তা দেখতে গিয়ে স্কুলের একাধিক ছাত্রীকে উলঙ্গ করে পরীক্ষা করলেন ৷ এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন পঞ্জাবের ফাজলিকা জেলার একটি সরকারি স্কুলের বেশ কিছু পড়ুয়া ৷
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ৷ সেই ভিডিওতেই দেখা গিয়েছে, ক্যামেরার সামনে গোটা ঘটনাটির বর্ণনা দিতে গিয়ে আতঙ্কে কাঁদছেন বেশ কয়েকজন ছাত্রী ৷
ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে ৷ স্কুলের টয়লেটে মেলে একটি ব্যবহার করা স্যানিটারি প্যাড ৷ সেই প্যাডটি কে ফেলেছে ? সেই সন্ধান শুরু করেন স্কুলের শিক্ষিকারা ৷ কীভাবে স্যানিটারি প্যাড ফেলা উচিত ৷ সেই বিষয়ে ছাত্রীদের শিক্ষিত করার পরিবর্তে কে স্যানিটারি ন্যাপকিন পরে রয়েছে ৷ সেটি দেখতেই ব্যস্ত হয়ে পড়েন শিক্ষিকারা ৷
advertisement
advertisement
গোটা ঘটনাটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীদের অভিভাবকেরা ৷ স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷
সরকারি স্কুলের এই ঘৃণ্য কাজটি নজর এড়ায়নি রাজ্যের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়েরও ৷ শিক্ষা সচিব কৃষ্ণ কুমারকে গোটা ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দু’জন শিক্ষিকাকে বদলি করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 04, 2018 3:51 PM IST