Teacher: ক্লাসরুম নাকি বেডরুম! স্বামীর সঙ্গে স্কুলের মধ্যেই এ কী করছেন প্রধান শিক্ষিকা! সোশ্যাল মিডিয়ায় ঝড়

Last Updated:

Teacher: সোশ্যাল মিডিয়ায় ভিডিও চাউর হতেই জামুই জেলার এই ঘটনা প্রকাশ্যে আসে।

স্কুলের ভিতরে এ কী কাণ্ড!
স্কুলের ভিতরে এ কী কাণ্ড!
পটনা: বিহারের স্কুলে ধরা পড়ল এক চাঞ্চল্যকর চিত্র। আসলে বিহারের স্কুলকেই রীতিমতো ঘরবাড়ি বানিয়ে ফেলেছেন এক শিক্ষিকা। স্কুলের অফিস ভরেছে গৃহস্থালির সামগ্রীতে। এই পরিস্থিতিতে এহেন চিত্র দেখে চমকে উঠছে গোটা দেশের মানুষ। শুধু তা-ই নয়, স্কুলের প্রধান শিক্ষিকা এবং তাঁর স্বামীর বিরুদ্ধে পড়ুয়াদের শ্রমিকের মতো খাটানোরও গুরুতর অভিযোগ উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও চাউর হতেই জামুই জেলার এই ঘটনা প্রকাশ্যে আসে।
স্বাভাবিক ভাবেই জামুই জেলার খাইরা ব্লক এলাকার হড়খদ পঞ্চায়েতে ঘটে যাওয়া এই ঘটনা জানাজানি হতেই তীব্র নিন্দার ঝড় ওঠে। সংবাদমাধ্যম সূত্রে খবর, শীলা হেমব্রম স্কুলের প্রধান শিক্ষিকা। স্কুলে যেটা তাঁর অফিস ঘর হওয়ার কথা, সেটাকেই তিনি নিজের শোওয়ার ঘরে পরিণত করেছেন। ঘরের মধ্যে আরাম এবং বিলাসব্যসনের সমস্ত সামগ্রীরই দেখা মিলবে। এর মধ্যে রয়েছে বিছানা থেকে শুরু করে ফ্রিজ। এমনকী টিভি, আলমারি, টেবিল এবং রান্নাঘরের সামগ্রী রেখে দিব্যি গোটা সংসারটাই তুলে এনেছেন ক্লাসঘরের মধ্যেই। স্কুলের প্রধান শিক্ষিকা শীলা হেমব্রম নিজের স্বামীর সঙ্গে এই ঘরেই এখন থাকছেন। এখানেই শেষ নয়, স্কুলের যে ঘরে ছাত্রছাত্রীদের পড়াশোনা করার কথা, সেই ঘরটিকে ব্যক্তিগত কাজের জন্যও ব্যবহার করছেন ওই শিক্ষিকা।
advertisement
advertisement
বরদায়ুঁর ওই আপগ্রেডেড মিডল স্কুলে প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পড়াশোনার জন্য বরাদ্দ হয়েছে মাত্র তিনটি ঘর। প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণির ক্লাস হয় প্রথম ঘরটিতে। আবার চতুর্থ শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে দ্বিতীয় ঘরে। আর তৃতীয় ঘরটিতে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়ানো হয়। অথচ এই পরিস্থিতিতেও নিজের ব্যক্তিগত কাজের জন্য জরুরি ঘরগুলিকে ব্যবহার করার অভিযোগ উঠছে ওই প্রধান শিক্ষিকার উপরে।
advertisement
এহেন গুরুতর অভিযোগের মুখে কী বলছেন প্রধান শিক্ষিকা? শীলা হেমব্রমের দাবি, এই মুহূর্তে তাঁর বাড়ি তৈরি হচ্ছে। ফলে আপাতত তাঁদের থাকার কোনও জায়গা নেই। সেই কারণে স্কুলে নিজের অফিস ঘরকেই থাকার কাজে লাগাচ্ছেন তিনি। জেলাশাসক রাকেশ কুমার এই বিষয়টি খতিয়ে দেখছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Teacher: ক্লাসরুম নাকি বেডরুম! স্বামীর সঙ্গে স্কুলের মধ্যেই এ কী করছেন প্রধান শিক্ষিকা! সোশ্যাল মিডিয়ায় ঝড়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement