এনডিএ ছাড়ছে টিডিপি? কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব সমর্থন করতে তৈরি টিডিপি
Last Updated:
মন্ত্রিসভা থেকে আগেই সরেছে। এবার সম্ভবত এনডিএ থেকেও বেরোতে চলেছে টিডিপি।
#নয়াদিল্লি: মন্ত্রিসভা থেকে আগেই সরেছে। এবার সম্ভবত এনডিএ থেকেও বেরোতে চলেছে টিডিপি। এনিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে তারা। অমরাবতীতে দলের পলিটব্যুরো বৈঠক ডেকেছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। এই বৈঠকেই এনডিএ থেকে বেরিয়ে আসার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।
অন্যদিকে অন্ধ্রপ্রদেশের বিশেষ মর্যাদার দাবিতে মোদি সরকারের বিরুদ্ধে আজ অনাস্থা প্রস্তাব আনতে লোকসভায় নোটিস দিয়েছে জগনমোহন রেড্ডির ওয়াই এস আর কংগ্রেস পার্টি। অনাস্থা আনতে ন্যূনতম চুয়ান্নজন সাংসদের সমর্থন প্রয়োজন। এজন্য কংগ্রেস, সিপিএম সহ অন্যান্য দলের সঙ্গে কথাও বলেছে ওয়াই এস আর কংগ্রেস।
রাজ্যের দাবি আদায়ে জগনমোহন রেড্ডির এই পদক্ষেপে স্বাভাবিকভাবেই চাপে টিডিপি। কার্যত ড্যামেজ কন্ট্রোল করতেই অনাস্থায় তারাও সমর্থন দেবেন বলে ঘোষণা করেছেন চন্দ্রবাবু নাইডু।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 16, 2018 9:08 AM IST