Tantrik Medicine Deaths: নেশা ছাড়াতে তান্ত্রিকের কাছে গিয়েছিলেন দুই ভাই, 'বিষ' কেড়ে নিল তাদের প্রাণ!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Tantrik Medicine Deaths: তান্ত্রিক তাদের এক ধরণের ওষুধ খাওয়ান। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের শরীর খারাপ হতে শুরু করে৷ তাদের অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন মাণ্ডাওরি হাসপাতালে নিয়ে যান। কিন্তু...
সওয়াই মাধোপুর: রাজস্থানের সওয়াই মাধোপুর জেলার গঙ্গাপুর সিটির কাছে পিপলাই গ্রামে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, এই দুই ভাই মদাসক্ত ছিলেন। তাদের পরিবার মদের আসক্তি থেকে মুক্তি দিতে এক তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিল। আর সেটাই সর্বনাশ করে তাদের৷
জানা গিয়েছে, ওই অভিযুক্ত তান্ত্রিক তাদের এক বিশেষ ওষুধ খাওয়ানো হয়। ওষুধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং প্রচণ্ড বমি শুরু হয়। এরপর দুই ভাই তীব্র যন্ত্রণায় মারা যান। তবে পরিবারের সদস্যরা এই ঘটনায় কোনও পুলিশি পদক্ষেপ নিতে অস্বীকার করেছে।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, ঘটনাটি পিপলাই গ্রামের নাগ দেবতার মন্দিরে ঘটে। সাপেরা বস্তির দুই ভাই, করণ সিং সাপেরা (২২) এবং তার বড় ভাই বিজয় সিং সাপেরা (২৫), রবিবার রাতে পরিবারের সঙ্গে মদের নেশা কাটানোর জন্যই তান্ত্রিকের কাছে যান৷
আরও পড়ুন: বলুন তো, জিলিপি কোথা থেকে এসছে! এটি কোন দেশের জাতীয় মিষ্টি? ৯৯% মানুষই জানেন না সঠিক উত্তরটি
advertisement
তান্ত্রিক তাদের এক ধরণের ওষুধ খাওয়ান। কিন্তু বাড়ি ফেরার পথেই তাদের শরীর খারাপ হতে শুরু করে এবং তারা প্রচণ্ড বমি করতে থাকেন। তাদের অবস্থা খারাপ দেখে পরিবারের লোকজন মাণ্ডাওরি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বামনওয়াস থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি মর্গে পাঠায়। তবে পরিবারের সদস্যরা কোনও ধরনের পুলিশি অভিযোগ বা আইনি পদক্ষেপ নিতে চাননি। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে, মৃত্যুর সঠিক কারণ পোস্টমর্টেম রিপোর্ট পাওয়ার পরেই নিশ্চিত করা সম্ভব হবে।
advertisement
এখনও পর্যন্ত স্থানীয় পুলিশ এ বিষয়ে বিশেষ কিছু জানাতে পারেনি। পরিবারও কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেনি।
এই ঘটনা শুধু মর্মান্তিক নয়, বরং আমাদের মনে প্রশ্ন তোলে—কুসংস্কার এবং অজ্ঞতার কারণে কতটা বিপজ্জনক হতে পারে এমন পদক্ষেপ। সমাজের সকলেরই এ ধরনের বিপজ্জনক প্রবণতার বিরুদ্ধে সচেতন হওয়া প্রয়োজন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 25, 2024 5:53 PM IST