Tallest Buildings India: দেশের সবচেয়ে উঁচু ১০ বাড়ির নটাই মুম্বইতে, একটা কেবল কলকাতায়, তালিকা দেখলে চমকে যেতে হবে
- Published by:Suman Biswas
- Reported by:Trending Desk
Last Updated:
Tallest Buildings India: দেশের শীর্ষ ১০ উঁচু ভবনের তালিকা দেখে নেওয়া যাক!
শহরজীবনের ল্যান্ডস্কেপের কথা বললেই আকাশচুম্বী অট্টালিকা এবং বহুতল ভবনের কথা মাথায় আসে। দেশের শীর্ষ ১০ উঁচু ভবনের তালিকা দেখে নেওয়া যাক!
প্যালেস রয়্যাল, মুম্বই: মুম্বইয়ের ওরলিতে অবস্থিত এই নির্মাণাধীন ভবনটিই সবচেয়ে উঁচু। এটিতে ৮৮টি তলা থাকবে এবং এর উচ্চতা ৩২০ মিটার হবে। নির্মাণ কাজ শেষ হলে এটি নগর বিলাসিতাকে নতুন করে সংজ্ঞায়িত করবে।
লোখণ্ডওয়ালা মিনার্ভা, মুম্বই: ৩০১ মিটার উচ্চতা এবং ৭৮ তলা বিশিষ্ট এটিই ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। ২০২৩ সালে সমাপ্ত হওয়ার পর থেকে এটি মহালক্ষ্মীর গর্ব, এই ভবন থেকে আরব সাগর এবং মহালক্ষ্মী রেসকোর্সের অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়।
advertisement
advertisement
পিরামল অরণ্য আরভ, মুম্বই: বাইকুল্লায় অবস্থিত ভবনটি ২৮২.২ মিটার উঁচু এবং ৮৩টি তলা বিশিষ্ট। ২০২২ সালে সম্পন্ন এই বিলাসবহুল আবাসিক ভবনটিতে একটি ইনফিনিটি পুল, লাইব্রেরি, স্পা, ফিটনেস সেন্টার এবং ল্যান্ডস্কেপ গার্ডেন সহ অন্যান্য সুযোগ-সুবিধা রয়েছে।
লোধা ওয়ার্ল্ড ওয়ান, মুম্বই: লোয়ার পারেলে অবস্থিত এই ভবনটি ২৮০.২ মিটার উঁচু এবং ৭৬টি তলা বিশিষ্ট। ২০২০ সালে সমাপ্ত হওয়ার পর থেকেই এটি তার বাসিন্দাদের জন্য বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদান করে আসছে।
advertisement
লোধা ওয়ার্ল্ড ভিউ, মুম্বই: ২০২০ সালে সম্পন্ন হওয়া এই লোধা সম্পত্তিটিও লোয়ার পারেলে অবস্থিত। এর উচ্চতা ২৭৭.৬ মিটার এবং এতে ৭৩টি তলা রয়েছে। এর অলিম্পিক আকারের সুইমিং পুলটি ভবনের শ্রেষ্ঠ আকর্ষণ।
লোধা ট্রাম্প টাওয়ার, মুম্বই: ২৬৮ মিটার উচ্চতা এবং ৭৬ তলা বিশিষ্ট ওরলিতে অবস্থিত এই আবাসিক ভবনটি ভারতের ষষ্ঠ সর্বোচ্চ ভবন। ২০২০ সালে নির্মিত এই ভবনটি ট্রাম্প ব্র্যান্ডের সঙ্গে সম্পর্কিত। এর পাশাপাশি লোধা মার্কুইজ, লোধা আলুরা, লোধা পার্কসাইড এবং লোধা কিয়ারাও একই উচ্চতার এবং সবাই ষষ্ঠ স্থান ভাগ করে নেয়। এগুলি সবই মুম্বইতে অবস্থিত।
advertisement
ওমকার ১৯৭৩, মুম্বই: এই আবাসিক ভবনের টাওয়ার এ এবং টাওয়ার বি উভয়ই সপ্তম স্থান অধিকার করেছে। এটি ২৬৭ মিটার উঁচু এবং ৭৩ তলা বিশিষ্ট। ওরলিতে অবস্থিত এই ভবন ফস্টার + পার্টনার্স দ্বারা ডিজাইন করা হয়েছিল।
নাথানি হাইটস, মুম্বই: মুম্বই সেন্ট্রালে অবস্থিত এর উচ্চতা ২৬২ মিটার এবং ৭২টি তলা রয়েছে। এর কাজ ২০২০ সালে সম্পন্ন হয়েছিল।
advertisement
থ্রি সিক্সটি ওয়েস্ট টাওয়ার বি, মুম্বই: ওরলিতে অবস্থিত ভবনটি ২০২১ সালে সম্পন্ন হয়। বিশ্বমানের এই কমপ্লেক্সটি ২৬০ মিটার উঁচু এবং ৬৬ তলা বিশিষ্ট।
দ্য ৪২, কলকাতা: কলকাতার সর্বোচ্চ গগনচুম্বী ভবনটি চৌরঙ্গী রোডে অবস্থিত। এর উচ্চতা ২৬০ মিটার এবং ৬৫টি তলা রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 05, 2025 1:07 PM IST