তাজমহলকে ধ্বংস করে শিব মন্দির স্থাপন করা হোক : আজম খান

Last Updated:

বেশ কয়েকদিন ধরেই তাজমহল নিয়ে বিতর্ক চলছে দেশজুরে ৷ তাজমহল পূর্বে হিন্দু মন্দির ছিল কিনা তা নিয়েই বিতর্কের সুত্রপাত ৷ সরকার এই বিতর্কের ইতি টানার চেষ্টা করলেও, সম্প্রতি উত্তরপ্রদেশের সমাজবাদি পার্টির নেতা আজম খানের করা মন্তব্য ফের উস্কে দিল এই বিতর্ক ৷

#রামপুর: বেশ কয়েকদিন ধরেই তাজমহল নিয়ে বিতর্ক চলছে দেশজুরে ৷ তাজমহল পূর্বে হিন্দু মন্দির ছিল কিনা তা নিয়েই বিতর্কের সুত্রপাত ৷ সরকার এই বিতর্কের ইতি টানার চেষ্টা করলেও, সম্প্রতি উত্তরপ্রদেশের সমাজবাদি পার্টির নেতা আজম খানের করা মন্তব্য ফের উস্কে দিল এই বিতর্ক ৷ রবিবার রামপুরে নিজ বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী আজম খান জানান, ‘তাজমহলকে ধ্বংস করতে শিব সেনাকে আমি সমর্থন জানাব ৷ আমি প্রথম জন হব যে তাজমহলকে ভেঙ্গে তার জায়গায় শিব মন্দির স্থাপন করার কাজে সাহায্য করব ৷’
এদিন RSS এবং বিজেপির তীব্র সমালোচনা করেন আজম খান ৷ তিনি বলেন দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গাতে মদত দিচ্ছে RSS ৷ সাম্প্রদায়িক দাঙ্গার পরিকল্পনাও করছে এই সংগঠন ৷ তবে এখানেই না থেমে RSS-কে জঙ্গি গোষ্ঠি হিসেবে ঘোষণা করার দাবিও করেন তিনি ৷ শুধু RSS-নয়, এদিন ধর্মনিরপক্ষতা নিয়ে বিজেপির দিকেও আঙুল তোলেন আজম খান ৷ তিনি বলেন যদি বিজেপি ফের ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের বাবরি মসজিদ নির্মান করতে হবে একই জায়গায় ৷ এর মাধ্যমেই ধর্মনিরপক্ষতার বার্তা তারা পৌঁছে দিতে পারবে দেশবাসীর কাছে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
তাজমহলকে ধ্বংস করে শিব মন্দির স্থাপন করা হোক : আজম খান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement