তাজমহলকে ধ্বংস করে শিব মন্দির স্থাপন করা হোক : আজম খান

Last Updated:

বেশ কয়েকদিন ধরেই তাজমহল নিয়ে বিতর্ক চলছে দেশজুরে ৷ তাজমহল পূর্বে হিন্দু মন্দির ছিল কিনা তা নিয়েই বিতর্কের সুত্রপাত ৷ সরকার এই বিতর্কের ইতি টানার চেষ্টা করলেও, সম্প্রতি উত্তরপ্রদেশের সমাজবাদি পার্টির নেতা আজম খানের করা মন্তব্য ফের উস্কে দিল এই বিতর্ক ৷

#রামপুর: বেশ কয়েকদিন ধরেই তাজমহল নিয়ে বিতর্ক চলছে দেশজুরে ৷ তাজমহল পূর্বে হিন্দু মন্দির ছিল কিনা তা নিয়েই বিতর্কের সুত্রপাত ৷ সরকার এই বিতর্কের ইতি টানার চেষ্টা করলেও, সম্প্রতি উত্তরপ্রদেশের সমাজবাদি পার্টির নেতা আজম খানের করা মন্তব্য ফের উস্কে দিল এই বিতর্ক ৷ রবিবার রামপুরে নিজ বাসভবনে কেন্দ্রীয় মন্ত্রী আজম খান জানান, ‘তাজমহলকে ধ্বংস করতে শিব সেনাকে আমি সমর্থন জানাব ৷ আমি প্রথম জন হব যে তাজমহলকে ভেঙ্গে তার জায়গায় শিব মন্দির স্থাপন করার কাজে সাহায্য করব ৷’
এদিন RSS এবং বিজেপির তীব্র সমালোচনা করেন আজম খান ৷ তিনি বলেন দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক দাঙ্গাতে মদত দিচ্ছে RSS ৷ সাম্প্রদায়িক দাঙ্গার পরিকল্পনাও করছে এই সংগঠন ৷ তবে এখানেই না থেমে RSS-কে জঙ্গি গোষ্ঠি হিসেবে ঘোষণা করার দাবিও করেন তিনি ৷ শুধু RSS-নয়, এদিন ধর্মনিরপক্ষতা নিয়ে বিজেপির দিকেও আঙুল তোলেন আজম খান ৷ তিনি বলেন যদি বিজেপি ফের ক্ষমতায় আসতে চায় তাহলে তাদের বাবরি মসজিদ নির্মান করতে হবে একই জায়গায় ৷ এর মাধ্যমেই ধর্মনিরপক্ষতার বার্তা তারা পৌঁছে দিতে পারবে দেশবাসীর কাছে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
তাজমহলকে ধ্বংস করে শিব মন্দির স্থাপন করা হোক : আজম খান
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement