ট্র্যাভেল হিস্ট্রি দেদার লুকিয়ে যাচ্ছেন তবলিগি জামাতের সদস্যরা! মার্ডার কেসের ধারায় হবেন অভিযুক্ত সিদ্ধান্ত ‘এই’ রাজ্যে

Last Updated:

রোগ ছড়াতে দেব না , কড়া প্রশাসন

#রায়পুর: রাজানডাগাঁও কালেক্টর জেপি মৌর্য্য বিশেষ নির্দেশ দিয়েছেন সমস্ত তবলিগি জামাতের সদস্যদের ট্রাভেল হিস্ট্রি বলতেই হবে ৷ এটা নিয়ে ২০২০-র ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা জারি হয়েছে ৷ করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এই পদক্ষেপ নিয়েছে ছত্তিশগড় ৷
মৌর্য্য নিজের অর্ডারে জানিয়েছে যাঁদের তবলিগি জামাতের সদস্য রাজ্যে ফিরেছেন তারা যেইমাত্র তথ্য গোপন করছেন তখনই তাদের বিরুদ্ধে , ‘আইপিসি ৩০২, ও আইপিসি ৩০৭ ধারায় মামলা দায়ের করা হচ্ছে ৷ এই দুটি ধারা হচ্ছে খুন ও খুনের চেষ্টার ক্ষেত্রে দায়ের হওয়া ধারা ৷
নিজের অর্ডারে তিনি আরও বলেছেন, ‘তবলিগি জামাতে যোগ দেওয়ার বেশিরভাগই করোনা ভাইরাসের পজিটিভ কেস রয়েছে৷ মার্চের ১ তারিখের পর যাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে তারা যেন তা প্রকাশ্যে নিয়ে আসে ৷ তাদের বাড়িতে যদি বাইরে থেকে কেউ এসে থাকে তাহলে সেটাও জানাতে হবে৷ ’
advertisement
advertisement
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন কোনও ধর্মীয় সম্মেলন আয়োজন করা যাবে না ৷ কোনও পুজো, আরাধনা, দর্শন করা যাবে না কোনও ধর্মীয় স্থানে ৷ খালি যেকোনও ধর্মের পূজারিরা নিজেদের ধর্মস্থানে পুজো জারি রাখবেন ৷ এই নীতি মানার জন্যেও অর্ডার মানিয়েছেন তাঁরা ৷
কোভিড ১৯ -র হটস্পট পরিণত হয়েছে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশ ৷ যার থেকে শত শত পজিটিভ কেস দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ৷ যার জেরেই এক ধাক্কায় মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানার মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ৷
advertisement
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা জানিয়েছেন তাদের রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ এই রাজ্যে এখনও অবধি আক্রান্ত ১৮ ৷ তিনি জানিয়েছেন তারা আরও বেশি টেস্ট করেই এই রোগের আক্রমণ আটকাতে বদ্ধপরিকর ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ট্র্যাভেল হিস্ট্রি দেদার লুকিয়ে যাচ্ছেন তবলিগি জামাতের সদস্যরা! মার্ডার কেসের ধারায় হবেন অভিযুক্ত সিদ্ধান্ত ‘এই’ রাজ্যে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement