ট্র্যাভেল হিস্ট্রি দেদার লুকিয়ে যাচ্ছেন তবলিগি জামাতের সদস্যরা! মার্ডার কেসের ধারায় হবেন অভিযুক্ত সিদ্ধান্ত ‘এই’ রাজ্যে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
রোগ ছড়াতে দেব না , কড়া প্রশাসন
#রায়পুর: রাজানডাগাঁও কালেক্টর জেপি মৌর্য্য বিশেষ নির্দেশ দিয়েছেন সমস্ত তবলিগি জামাতের সদস্যদের ট্রাভেল হিস্ট্রি বলতেই হবে ৷ এটা নিয়ে ২০২০-র ১ এপ্রিল থেকে এই নির্দেশিকা জারি হয়েছে ৷ করোনা ভাইরাসের ছড়িয়ে পড়া আটকাতে এই পদক্ষেপ নিয়েছে ছত্তিশগড় ৷
মৌর্য্য নিজের অর্ডারে জানিয়েছে যাঁদের তবলিগি জামাতের সদস্য রাজ্যে ফিরেছেন তারা যেইমাত্র তথ্য গোপন করছেন তখনই তাদের বিরুদ্ধে , ‘আইপিসি ৩০২, ও আইপিসি ৩০৭ ধারায় মামলা দায়ের করা হচ্ছে ৷ এই দুটি ধারা হচ্ছে খুন ও খুনের চেষ্টার ক্ষেত্রে দায়ের হওয়া ধারা ৷
নিজের অর্ডারে তিনি আরও বলেছেন, ‘তবলিগি জামাতে যোগ দেওয়ার বেশিরভাগই করোনা ভাইরাসের পজিটিভ কেস রয়েছে৷ মার্চের ১ তারিখের পর যাদের ট্রাভেল হিস্ট্রি রয়েছে তারা যেন তা প্রকাশ্যে নিয়ে আসে ৷ তাদের বাড়িতে যদি বাইরে থেকে কেউ এসে থাকে তাহলে সেটাও জানাতে হবে৷ ’
advertisement
advertisement
পাশাপাশি তিনি আরও জানিয়েছেন কোনও ধর্মীয় সম্মেলন আয়োজন করা যাবে না ৷ কোনও পুজো, আরাধনা, দর্শন করা যাবে না কোনও ধর্মীয় স্থানে ৷ খালি যেকোনও ধর্মের পূজারিরা নিজেদের ধর্মস্থানে পুজো জারি রাখবেন ৷ এই নীতি মানার জন্যেও অর্ডার মানিয়েছেন তাঁরা ৷
কোভিড ১৯ -র হটস্পট পরিণত হয়েছে তবলিগি জামাতের ধর্মীয় সমাবেশ ৷ যার থেকে শত শত পজিটিভ কেস দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে ৷ যার জেরেই এক ধাক্কায় মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানার মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে ৷
advertisement
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলা জানিয়েছেন তাদের রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে ৷ এই রাজ্যে এখনও অবধি আক্রান্ত ১৮ ৷ তিনি জানিয়েছেন তারা আরও বেশি টেস্ট করেই এই রোগের আক্রমণ আটকাতে বদ্ধপরিকর ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 11, 2020 10:53 AM IST