Syed Ali Shah Geelani Death : দীর্ঘ সময় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মুখ! প্রয়াত হলেন সৈয়দ আলি শাহ গিলানি...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Syed Ali Shah Geelani Death : গত কয়েক বছর ধরে আন্দোলনের রাস্তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সৈয়দ আলি শাহ গিলানি।
অসুস্থতার কারণে, গত কয়েক বছর ধরে আন্দোলনের রাস্তা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন সৈয়দ আলি শাহ গিলানি (Syed Ali Shah Geelani)। গত বছরই তিনি হুরিয়ত কনফারেন্সের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন (Hurriyat leader)। তারপর থেকে লোকচক্ষুর আড়ালেই থাকতেন। তাঁকে শ্রীনগরের হায়দারপোরে দাফন করতে চায় তার পরিবার।
Seperatist leader Syed Ali Shah geelani is no more. He breathed his last an hour before at Hyderpora Srinagar.#SyedAliGillani pic.twitter.com/G42bDlU4BZ
— Syed Umer Gardezi Official (@IbnEKashmir1) September 1, 2021
advertisement
advertisement
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি দলের নেত্রী মেহবুবা মুফতি ট্যুইট করে বলেন, 'গিলানি সাহেবের মৃত্যুর খবরে মর্মাহত। আমরা হয়ত অধিকাংশ বিষয়ে একমত নই, কিন্তু তাঁর অবিচলতার জন্য এবং তার বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকার জন্য আমি তাকে শ্রদ্ধা করি। কামনা করি, আল্লা যেন তাকে জন্নতে জায়গা দেন এবং তার পরিবার ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানাই।'
advertisement
Saddened by the news of Geelani sahab’s passing away. We may not have agreed on most things but I respect him for his steadfastness & standing by his beliefs. May Allah Ta’aala grant him jannat & condolences to his family & well wishers.
— Mehbooba Mufti (@MehboobaMufti) September 1, 2021
advertisement
পাশাপাশি প্রতিক্রিয়া জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের বিজেপি যুব মোর্চার মুখপাত্র তথা কাশ্মীরি পণ্ডিত সম্প্রদায়ের নেতা সাহিল টিকু। তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়ায় তিনি বলেন, 'যদি সৈয়দ আলি শাহ গিলানি আমাদের শৈশব, আমাদের বাড়ি নিয়ে যা করেছিলেন তা স্মরণ করি, তাহলে আমার আনন্দিত হওয়া উচিত। কিন্তু আমি ভাল মূল্যবোধে বড় হয়েছি। তাই আমি শুধু প্রার্থনা করতে পারি যাতে জাহান্নামে আপনি আপনার পাওনা পেয়ে যান।'
advertisement
If I recall what Syed Ali Shah Geelani did to us, our childhood, our home, I should be rejoicing. But I was raised with good values. So all I can pray is that you get your dues in hell. pic.twitter.com/aEf8ZOYQeC
— Sahil Tikoo (@TikooSahil_) September 1, 2021
advertisement
প্রসঙ্গত, কট্টরপন্থী ই ইসলামি নেতা, তিন দশকেরও বেশি সময় ধরে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী রাজনীতির মুখ ছিলেন সৈয়দ আলি শাহ গিলানি। ১৯৯০-এর দশক থেকে কাশ্মীর উপত্যকায় বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। কাশ্মীরে পণ্ডিত সম্প্রদায়ের উৎখাতের পিছনেও তার সবথেকে বড় ভূমিকা ছিল বলে অভিযোগ। আজীবন তিনি হুরিয়াত কনফারেন্সের চেয়ারম্যান ছিলেন। তবে, অসুস্থতার কারণে, গত বছরই রাজনীতি ত্যাগ করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 02, 2021 2:35 AM IST








