বদলে গেল রাজ্যে মিষ্টির দোকান খুলে রাখার সময়, নয়া ঘোষণা সরকারের

Last Updated:

মুখ্যসচিব এ দিন স্বীকার করে নিয়েছেন, শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের চাপ দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়৷

#কলকাতা: করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যে মিষ্টি এবং ফুলের দোকান খুলে রাখার সময় কমিয়ে দিল সরকার৷ এ দিন নবান্নে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন, এবার থেকে বেলা বারোটায় মিষ্টি এবং ফুলের দোকান বন্ধ করে দিতে হবে৷ এর আগে বিকেল চারটে পর্যন্ত মিষ্টির দোকান খুলে রাখার অনুমতি দিয়েছিল সরকার৷
প্রথমে বেলা বারোটা থেকে দোকান খোলার অনুমতি দেওয়া হলেও পরে সকাল আটটা থেকে দোকান খোলার কথা জানায় সরকার৷ কিন্তু দিন দিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় এবার মিষ্টির দোকান এবং ফুলের দোকান খুলে রাখার সময় কমাতে বাধ্য হলো সরকার৷
মুখ্যসচিব এ দিন স্বীকার করে নিয়েছেন, শুধুমাত্র পুলিশ এবং প্রশাসনের চাপ দিয়ে লকডাউন সফল করা সম্ভব নয়৷ তার জন্য সাধারণ মানুষের সামগ্রিক সহযোগিতা চেয়েছেন মুখ্যসচিব৷ এ দিনই লকডাউন ঠিক মতো কার্যকর করা হচ্ছেনা বলে অভিযোগ তুলে রাজ্যের সাতটি জেলায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ ফলে লকডাউন সফলভাবে কার্যকর করার জন্য চাপ বাড়ছিল রাজ্য প্রশাসনের উপরে৷ কিন্তু মানুষ শৃঙ্খলাপরায়ণ না হলে যে লকডাউন সফল করা সম্ভব নয়, তা স্বীকার করে নিলেন মুখ্যসচিব৷
advertisement
advertisement
মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যের বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার৷ সব বাজারেই এক একবারে পাঁচ থেকে দশজন করে ক্রেতাকে ঢোকানো যায় কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে৷ তার পাশাপাশি রেড জোন হিসেবে চিহ্নিত হওয়া যে এলাকাগুলি সম্পূর্ণ সিল করে দেওয়া হচ্ছে, সেখানেও যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিস মানুষের কাছে পুলিশ, প্রশাসন পৌঁছে দেয়, রাজ্যের তরফে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যসচিব৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বদলে গেল রাজ্যে মিষ্টির দোকান খুলে রাখার সময়, নয়া ঘোষণা সরকারের
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement