• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ব্রাসেলস বিস্ফোরণে যুক্ত সন্দেহে ধৃত নাজিম লাচরাওই, বেলজিয়াম সংবাদ মাধ্যমের খবর

ব্রাসেলস বিস্ফোরণে যুক্ত সন্দেহে ধৃত নাজিম লাচরাওই, বেলজিয়াম সংবাদ মাধ্যমের খবর

বেলজিয়াম সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে যুক্ত থাকার সন্দেহে বুধবার নাজিম লাচরাওই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ব্রাসেলস পুলিশ৷

বেলজিয়াম সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে যুক্ত থাকার সন্দেহে বুধবার নাজিম লাচরাওই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ব্রাসেলস পুলিশ৷

বেলজিয়াম সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে যুক্ত থাকার সন্দেহে বুধবার নাজিম লাচরাওই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ব্রাসেলস পুলিশ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #ব্রাসেলস: বেলজিয়াম সংবাদ মাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ব্রাসেলস বিমানবন্দরে হওয়া বিস্ফোরণে যুক্ত থাকার সন্দেহে বুধবার নাজিম লাচরাওই নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে ব্রাসেলস পুলিশ৷ বিমানবন্দর থেকে পাওয়া সিসিটিভি ফুটেজের ওপর ভিত্তি করেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলেন নাজিম ৷ নাজিম তৃতীয় বক্তি যিনি মঙ্গলবার হওয়া ব্রাসেলস বিমানবন্দরে আত্মঘাতী বিস্ফোরণের সঙ্গে যুক্ত ৷ এমনকী, নাজিমের ডিএনএ প্রমাণ পাওয়া গিয়েছে প্যারিস জঙ্গি হামলার সঙ্গে যুক্ত সালাহ আবদেসলামের বাড়ি থেকেও ৷

  ব্রাসেলস বিমানবন্দরে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৩১, আহত কমপক্ষে ২০০ জন ৷ গোটা বেলজিয়ামকে মুড়ে দেওয়া হয়েছে কড়া নিরাপত্তায় ৷ নিরাপত্তা বাড়ানো হয়েছে মার্কিন বিমানবন্দর গুলিতেও৷
  First published: