#নয়াদিল্লি: রবিবার ব্যাঙ্ককে দু’দেশের নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের পর এবার দু’দিনের পাকিস্তান সফরে যাচ্ছেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ বিদেশমন্ত্রক সূত্রে খবর, মঙ্গলবার পাকিস্তানের বিদেশ মন্ত্রী সরতাজ আজিজের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বৈঠকের জন্য ইসলামাবাদ রওনা হচ্ছেন সুষমা স্বরাজ ৷
গত ৩০ নভেম্বর প্যারিসের জলবায়ু সম্মেলনে মুখোমুখি হন মোদি ও নওয়াজ শরিফ ৷ সেদিনের সৌজন্যমূলক সাক্ষাৎ থেকেই শুরু ভারত-পাক সম্পর্কে মৈত্রী আবহ ৷ কিন্তু দেশে একের পর এক পাক গুপ্তচরের গ্রেফতারি, অন্যদিকে সীমান্তে অশান্তি৷ এরকম উত্তপ্ত পরিস্থিতিতে বৈঠকের জন্য মুখোমুখি হচ্ছেন ভারত-পাক দুই দেশের বিদেশমন্ত্রীরা ৷
রবিবার ম্যারাথন বৈঠকের পর যে যৌথ বিবৃতি প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে, নিরাপত্তা-সীমান্তে সন্ত্রাসের সঙ্গে কথা হয়েছে কাশ্মীর নিয়েও ৷ এর আগে বরাবর কাশ্মীর ইস্যু তুলে দিল্লিকে বারবার চাপে ফেলতে চেয়েছে ইসলামাবাদ ৷ কিন্তু এদিনের বক্তব্য নিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে নিরাপত্তা সংক্রান্ত আলোচনা থেকেই উঠে আসে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় অস্থিরতা প্রসঙ্গ ৷ এদিনের বৈঠকের পর পাকিস্তানের জঙ্গি যোগের বেশ কিছু প্রমাণ নাসির জানজুয়ার হাতে তুলে দিয়েছে ভারত ৷
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন বিদেশ সচিব এস জয়শঙ্করও ৷ সরতাজ আজিজ ভারতের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন- ‘সুষমাজির সঙ্গে বৈঠকের জন্য আমি উৎসুক৷ অনের সমস্যার সমাধান শুধুমাত্র আলাপ-আলোচনার মাধ্যমেই হওয়া সম্ভব ৷’ ২০১২-এ প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার ইসলামাবাদ সফরের তিনবছর পর পাকিস্তানে যাচ্ছেন সুষমা স্বরাজ ৷
গুরুদাসপুর হামলা এবং সীমান্তে একের পর এক হামলা সব মিলিয়ে কয়েকমাস আগেও ভারত-পাক সম্পর্ক তলানিতে ঠেকেছিল ৷ এবার সম্ভবত বদলাতে চলেছে চিত্রটা৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: India, Pakisthan, Relation, Sartaj Aziz, Sushma Swaraj