হাসপাতালে ভর্তি সুষমা স্বরাজ
Last Updated:
সোমবার বুকে ব্যথা অনুভব করায় এইমস হাসপাতালে ভর্তি করা হয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ হাসপাতাল সূত্রে খবর, প্রথমে পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে বিকেল ৫টা নাগাদ ভর্তি করা হয় বিদেশমন্ত্রীকে ৷ পরে রাত ১০ নাগাদ ৬৪ বছরের সুষমাকে কার্ডিও-নিউরো সেন্টারে স্থানানন্তরিত করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আপাতত সুষমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল ৷ এইমস-এর মুখপাত্র অনিত গুপ্ত জানিয়েছেন, কী কারণে বুকে ব্যথা হচ্ছে তা জানতে বিদেশ মন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে ৷ মঙ্গলবার সমস্ত রিপোর্ট পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে ৷ মঙ্গলবার পাকিস্তান বিদেশ সচীব সঙ্গে বৈঠক করার কথা ছিল সুষমা স্বরাজের ৷
#নয়াদিল্লি: সোমবার বুকে ব্যথা অনুভব করায় এইমস হাসপাতালে ভর্তি করা হয় বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷ হাসপাতাল সূত্রে খবর, প্রথমে পালমোনারি মেডিসিন ডিপার্টমেন্টে বিকেল ৫টা নাগাদ ভর্তি করা হয় বিদেশমন্ত্রীকে ৷ পরে রাত ১০ নাগাদ ৬৪ বছরের সুষমাকে কার্ডিও-নিউরো সেন্টারে স্থানানন্তরিত করা হয় ৷ চিকিৎসকেরা জানিয়েছেন, সুষমার শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল ৷ এইমস-এর মুখপাত্র অমিত গুপ্ত জানিয়েছেন, কী কারণে বুকে ব্যথা হচ্ছে তা জানতে বিদেশ মন্ত্রীর বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়েছে ৷ মঙ্গলবার সমস্ত রিপোর্ট পাওয়ার পরই সঠিক কারণ জানা যাবে ৷ মঙ্গলবার পাকিস্তান বিদেশ সচীবের সঙ্গে বৈঠক করার কথা ছিল সুষমা স্বরাজের ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 26, 2016 11:46 AM IST