Surya Tilak: ঠিক দুুপুর ১২টা , সূর্যের আলো ছুঁয়ে ফেলল রামলালার কপাল, রইল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ram Navami: রাম নবমীর দিন রামলালার বিশেষ পুজো করা হয়। অযোধ্যায় এই পবিত্র রামনবমীর দিনে প্রচুর ভক্ত ভিড় জমান।
অযোধ্যা: রাম নবমীর বিশেষ উপলক্ষ্যে, অযোধ্যার রাম মন্দিরে যখন ভগবান শ্রী রামের কপালে সূর্য তিলকের পবিত্র মুহূর্তের সাক্ষী থাকল বহু মানুষ৷ যখন এই ঘটনা ঘটে তখন একটি অপূর্ব দৃশ্য দেখা গিয়েছিল। এই অতিপ্রাকৃত দৃশ্য ভক্তিরসে সিঞ্চিত ছিল। রামলালার জন্মদিনে ভগবান শ্রী রামের সূর্য তিলক করা হল। শ্রী রামের জয়ধ্বনি মুখরিত হয়ে ওঠে গোটা মন্দির চত্বর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সূর্য তিলকের এই ভিডিও।
রাম নবমীর দিন রামলালার বিশেষ পুজো করা হয়। অযোধ্যায় এই পবিত্র রামনবমীর দিনে প্রচুর ভক্ত ভিড় জমান। ঠিক দুপুর ১২টা রামলালার সূর্য তিলক হয়। সূর্য তিলকের পর ভগবান শ্রী রামের বিশেষ পূজা ও আরতি করা হয়।
श्री राम जन्मभूमि मंदिर, अयोध्या से प्रभु श्री रामलला सरकार के मंगल जन्मोत्सव का सीधा प्रसारण
LIVE webcast of Mangal Janmotsav of Prabhu Shri Ramlalla Sarkar, from Shri Ram Janmabhoomi Mandir, Ayodhya https://t.co/WQKw2u10pe— Shri Ram Janmbhoomi Teerth Kshetra (@ShriRamTeerth) April 17, 2024
advertisement
advertisement
মন্দির ট্রাস্ট দ্বারা পরিচালিত, একটি শীর্ষস্থানীয় সরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা আয়না এবং লেন্স সমন্বিত একটি অত্যাধুনিক যন্ত্রপাতি তৈরি করেছেন৷ আনুষ্ঠানিকভাবে ‘সূর্য তিলক মেকানিজম’ নামে অভিহিত এই প্রক্রিয়াটি একটি উল্লেখযোগ্য বৈজ্ঞানিক ও প্রকৌশলী কৃতিত্বকে চিহ্নিত করে।
আরও পড়ুন – Lovestory: বাবা আইএস, স্বামীর বেতন বছরে ৪৫০ কোটি টাকা, ভালবেসে স্বামীর ঘর সামলানোকেই বেছেছেন অনুপমা
advertisement
ডাঃ প্রদীপ কুমার রামাচারলা, বিজ্ঞানী এবং সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট (সিবিআরআই), রুরকির পরিচালক, এনডিটিভিকে অপটোমেকানিকাল সিস্টেমের জটিল কাজগুলি ব্যাখ্যা করেছেন৷
“অপ্টো-মেকানিকাল সিস্টেমে চারটি আয়না এবং চারটি লেন্স থাকে যা টিল্ট মেকানিজম এবং পাইপিং সিস্টেমের ভিতরে লাগানো হয়। টিল্ট মেকানিজমের জন্য একটি অ্যাপারচার সহ সম্পূর্ণ কভারটি উপরের তলায় স্থাপন করা হয় যাতে আয়না এবং লেন্সের মাধ্যমে সূর্যের রশ্মিগুলিকে গর্ভে সরিয়ে দেওয়া হয়। গিরহা, “ডাঃ রামাচারলা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 17, 2024 12:49 PM IST