Lovestory: বাবা আইএস, স্বামীর বেতন বছরে ৪৫০ কোটি টাকা, ভালবেসে স্বামীর ঘর সামলানোকেই বেছেছেন অনুপমা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lovestory: স্বামী-সন্তানকে ভালবেসে শুধু সংসার সামলানোর সিদ্ধান্তই নিয়েছেন
advertisement
advertisement
সত্য নাদেলা-র সাফল্য সকলকেই অনুপ্রাণিত করে৷ কিন্তু তাঁর সাফল্যের পিছনে যে তাঁর স্ত্রী-র অবদান অসম্ভব বেশি তা বোধহয় অনেকেরই অজানা৷ নিজের কেরিয়ার উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকলেও তিনি সফল মানুষের পিছনে মহিলা হিসেবেই নিজেকে গড়ে তুলেছেন৷ অনুপমা নাদেলাই মাইক্রোসফ্ট প্রধানের জীবনের একটি মূল স্তম্ভ। স্বামীকে ভালবেসে যেমন হোমমেকার হিসেবেই তিনি নিজেকে বেছে নিয়েছেন ঠিক তেমনিই সত্যেন্দ্র নাদেলা তাঁর স্ত্রীকে ভালবেসে নিজের গ্রিন কার্ডও ছেড়ে দিয়েছিলেন।
advertisement
advertisement
advertisement
যখন দুজনের বিয়ে হয়, সত্য নাদেলা ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা ছিলেন। সত্য গ্রিন কার্ড হোল্ডার হওয়া সত্ত্বেও, অনুপমার ভিসার আবেদন আমেরিকা রিজেক্ট করেছিল এবং দম্পতি শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা নিয়ে অল্প সময়ের জন্য একসঙ্গে ছিলেন। অনুপমার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা সহজ করার জন্য, সত্য নাদেলা তার গ্রিন কার্ড ছেড়ে দিয়েছিলেন এবং অভিবাসন জটিলতাগুলি কাটিয়ে উঠতে H-1B ভিসা পেয়েছিলেন৷
advertisement
অনুপমা নিজের জন্য এক গৃহবধূ এবং হোমমেকার হতে চেয়েছিলেন৷ সন্তানদের লালন-পালনের জন্য নিজের কাজ ছেড়ে দিয়েছেন৷ অনুপমা এবং সত্য নাদেলা তিন সন্তানের মা -বাবা৷ ২০২২ সালে তাঁদের ২৬ বছর বয়সী ছেলে জেইনের মৃত্যুর এই দম্পতিকে একেবারে ভেঙেচুরে রেখে দিয়েছিল৷অনুপমা ও সত্যেন্দ্র নাদেলার ছেলে সেরিব্রাল পলসিতে আক্রান্ত, অনুপমা সিয়াটল চিলড্রেন্স হাসপাতালের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত,তিনি শিশুদের স্বাস্থ্যের উন্নতির জন্য বিভিন্নরকম কাজ করেছে।
advertisement
advertisement