পাঁচদিনে পরপর দুটি রেল দুর্ঘটনা, ইস্তফার ইচ্ছাপ্রকাশ প্রভুর, অপেক্ষা করতে বললেন প্রধানমন্ত্রী

পাঁচদিনে পরপর দুটি রেল দুর্ঘটনা, ইস্তফার ইচ্ছাপ্রকাশ প্রভুর, অপেক্ষা করতে বলেন প্রধানমন্ত্রী

  • Last Updated :
  • Share this:

     #নয়াদিল্লি:উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আউরিয়ায় বুধবারের দুর্ঘটনা ৷ একের পর এক রেল দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ৷

    গত সপ্তাহে রেলের গাফিলতিতে উত্তরপ্রদেশে মুজফ্ফরপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ২২ জনের ৷ আহত হন ১৫৬ জন ৷ এদিন ভোররাতে উত্তরপ্রদেশের আওরিয়ায় বালি ভর্তি ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন দিল্লিগামী ক্যাফিয়াত এক্সপ্রেস ৷ লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন সহ ১৪টি কামরা ৷ আহত হয় কমপক্ষে ৭৪ জন যাত্রী ৷

    এদিনের দুর্ঘটনার পর রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্যুইটারে লেখেন, দুর্ঘটনার সমস্ত নৈতিক দায়িত্ব তাঁর ৷ তাই তিনি ইস্তফা দিতে চান ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অপেক্ষা করতে বলেছেন ৷

    এর পাশাপাশি সাম্প্রতিক অতীতে রেলে যে বিপুল লগ্নি এসেছে তার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে তিনি সর্বশক্তি দিয়ে কাজ করেছেন ৷ দশকের পর দশক ধরে চলে আসা ভুলগুলি শুধরোতে চালানো হচ্ছে প্রচেষ্টা ৷ 

    এদিনই একের পর এক ঘটে চলা দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান একে মিত্তল ৷

    First published:

    Tags: PM Narendra Modi, Railway Minister, Railway Minister Suresh Prabhu, Suresh prabhu, Train Derailment, UP Train Derailment