#নয়াদিল্লি:উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আউরিয়ায় বুধবারের দুর্ঘটনা ৷ একের পর এক রেল দুর্ঘটনার দায় নিজের কাঁধে নিয়ে ইস্তফা দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ৷
গত সপ্তাহে রেলের গাফিলতিতে উত্তরপ্রদেশে মুজফ্ফরপুরে ভয়াবহ দুর্ঘটনার মুখোমুখি হয় কলিঙ্গ-উৎকল এক্সপ্রেস ৷ মৃত্যু হয় ২২ জনের ৷ আহত হন ১৫৬ জন ৷ এদিন ভোররাতে উত্তরপ্রদেশের আওরিয়ায় বালি ভর্তি ডাম্পারের সঙ্গে ধাক্কায় বেলাইন দিল্লিগামী ক্যাফিয়াত এক্সপ্রেস ৷ লাইনচ্যুত ট্রেনের ইঞ্জিন সহ ১৪টি কামরা ৷ আহত হয় কমপক্ষে ৭৪ জন যাত্রী ৷
এদিনের দুর্ঘটনার পর রেলমন্ত্রী সুরেশ প্রভু ট্যুইটারে লেখেন, দুর্ঘটনার সমস্ত নৈতিক দায়িত্ব তাঁর ৷ তাই তিনি ইস্তফা দিতে চান ৷ তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে অপেক্ষা করতে বলেছেন ৷
I met the Hon'ble Prime Minister @narendramodi taking full moral responsibility. Hon’ble PM has asked me to wait. (5/5)
— Suresh Prabhu (@sureshpprabhu) August 23, 2017
Undr leadership of PM, tried 2 overcome decades of neglect thru systemic reforms in all areas leading 2 unprecedented investment& milestones — Suresh Prabhu (@sureshpprabhu) August 23, 2017
এদিনই একের পর এক ঘটে চলা দুর্ঘটনার দায় নিয়ে রেলমন্ত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন রেলবোর্ডের চেয়ারম্যান একে মিত্তল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: PM Narendra Modi, Railway Minister, Railway Minister Suresh Prabhu, Suresh prabhu, Train Derailment, UP Train Derailment