• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • Ayodhya Case: নমাজ শুধুই মসজিদে ! সুপ্রিম রায়ের অপেক্ষায় সারা দেশ

Ayodhya Case: নমাজ শুধুই মসজিদে ! সুপ্রিম রায়ের অপেক্ষায় সারা দেশ

দেশের শীর্ষ আদালত ৷ ফাইল ছবি ৷

দেশের শীর্ষ আদালত ৷ ফাইল ছবি ৷

 • Share this:

  #নয়াদিল্লি: সারা দেশের চোখ আজ সুপ্রিম কোর্টের দিকে ৷ নমাজ কি শুধুই মসজিদে পড়া যাবে ? না কি নমাজ যে কোনও জায়গায় পড়তেই পারেন ধর্মপ্রাণ মানুষেরা ৷ আর কিছুক্ষণের মধ্যেই দেশের শীর্ষ আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে ৷

  আরও পড়ুন : ফের বাড়ল পেট্রোপণ্যের দাম, ক্রমেই ধুঁকে চলেছে মধ্যবিত্ত

  উত্তরপ্রদেশের ফৈজাবাদে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল ৷ তবে অনেকেই মনে করে থাকেন রামের জন্মভূমি বা জন্মস্থান এই ফৈজাবাদই  ৷ সেখানেই আগে রাম মন্দির ছিল ৷ পরে অর্থাৎ ১৯৯২ সালে ভাঙা হয়েছিল বাবরি মসজিদ ৷ আনুমানিক ২ হাজার মানুষের মৃত্যু হয়েছিল সেই যন্ত্রণা আজও কুরে কুরে খায় প্রতিটি মানুষকে ৷

  ২০১১ সাল এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে বাবরি মসজিদকে ৷ ভগবান শ্রীরাম চন্দ্রের জন্মস্থানে মুঘল শাসনকালে বাবরি মসজিদ তৈরি হয়েছিল ৷ এর আগে ১৯৯৪ সালে শীর্ষ আদালত রায় দিয়ে ছিল নমাজ যেকোনও জায়গায়ই পড়া যেতে পারে ৷ এই রায়েই বিতর্ক একটু একটু করে জমাট বেঁধে ছিল ৷

  আরও পড়ুন : Supreme Court Verdict on Adultery: 'স্বামী কখনই স্ত্রীর প্রভু নয়' যুগান্তকারী রায় সর্বোচ্চ আদালতের

  প্রসঙ্গত সবারই নজর আজ সুপ্রিম রায়ের দিকেই প্রধান বিচারপতি জাস্টিস দীপক মিশ্রের কর্মকালের শেষ রায় দান হতে চলেছে ৷ তাই আজকের রায়ের গুরুত্ব একটু আলাদা হবে বলেই মনে করছে ওয়াকিবহল মহল ৷

  First published: