#নয়াদিল্লি: উন্নাও কাণ্ডে অভিযোগকারিণীর পরিবারের চিঠি সঠিক সময়ে পেশ না হওয়ায় গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ । সেই ঘটনার পর আজ উত্তরপ্রদেশ থেকে উন্নাও মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আজ শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে উন্নাও মামলার শুনানি হবে উত্তরপ্রদেশের বাইরে, খুব সম্ভবত নয়াদিল্লিতেই হতে পারে চূড়ান্ত শুনানি । গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের রায় অনুযায়ী, একজন দায়িত্ববান সিবিআই অফিসারের উপস্থিতিতে এই মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় নথিও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে গগৈর ডিভিশন বেঞ্চ ।
Unnao rape&accident: Solicitor General T Mehta informs CJI that he spoke with CBI directorOfficers investigating the case are in Lucknow&it wouldn’t be possible for them to reach Delhi by 12 PM. He asks if it could be taken up tomorrow, CJI refuses to adjourn matter for tomorrow.
— ANI (@ANI) August 1, 2019
In a letter dated 15th July, Mahendra Singh, lawyer of Unnao rape survivor, wrote to Unnao District Magistrate (DM) to urgently grant him a weapon license. Letter states, "I have apprehension that I could be murdered in future." pic.twitter.com/tM1wUVdUkQ — ANI UP (@ANINewsUP) August 1, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Supreme Court, Unnao Rape Case