উত্তরপ্রদেশের বাইরে হবে উন্নাও মামলার শুনানি, সিবিআইয়ের থেকে নথি তলব সুপ্রিম কোর্টের
Last Updated:
আজ শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে উন্নাও মামলার শুনানি হবে উত্তরপ্রদেশের বাইরে, খুব সম্ভবত নয়াদিল্লিতেই হতে পারে চূড়ান্ত শুনানি
#নয়াদিল্লি: উন্নাও কাণ্ডে অভিযোগকারিণীর পরিবারের চিঠি সঠিক সময়ে পেশ না হওয়ায় গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ । সেই ঘটনার পর আজ উত্তরপ্রদেশ থেকে উন্নাও মামলা সরানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ।
আজ শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে উন্নাও মামলার শুনানি হবে উত্তরপ্রদেশের বাইরে, খুব সম্ভবত নয়াদিল্লিতেই হতে পারে চূড়ান্ত শুনানি । গগৈর নেতৃত্বাধীন বেঞ্চের রায় অনুযায়ী, একজন দায়িত্ববান সিবিআই অফিসারের উপস্থিতিতে এই মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট । পাশাপাশি মামলা সংক্রান্ত যাবতীয় নথিও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছে গগৈর ডিভিশন বেঞ্চ ।
advertisement
Unnao rape&accident: Solicitor General T Mehta informs CJI that he spoke with CBI directorOfficers investigating the case are in Lucknow&it wouldn’t be possible for them to reach Delhi by 12 PM. He asks if it could be taken up tomorrow, CJI refuses to adjourn matter for tomorrow.
— ANI (@ANI) August 1, 2019
advertisement
advertisement
দুর্ঘটনার আগেই হামলার আশঙ্কায় চিঠি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে জানিয়েছিল উন্নাওয়ের নির্যাতিতার পরিবার। মঙ্গলবারই সামনে আসে এই তথ্য ৷ তারপরও কেন নিরাপত্তা দিতে ব্যর্থ যোগী আদিত্যনাথ সরকার? প্রশ্নের মুখে উত্তরপ্রদেশ পুলিশের ভূমিকা। দুর্ঘটনার আগেই তাঁদের প্রাণনাশের আশঙ্কা করেছিলেন নির্যাতিতা। সে কথা জানিয়েই গত ১২ জুলাই দেশের প্রধান বিচারপতি রঞ্জন গগৈকে একটি চিঠিও দিয়েছিল নির্যাতিতার পরিবার। এই চিঠি পাওয়ায় বিলম্ব গতকাল ক্ষোভ প্রকাশ করেছিলেন রঞ্জন গগৈ।
advertisement
In a letter dated 15th July, Mahendra Singh, lawyer of Unnao rape survivor, wrote to Unnao District Magistrate (DM) to urgently grant him a weapon license. Letter states, "I have apprehension that I could be murdered in future." pic.twitter.com/tM1wUVdUkQ — ANI UP (@ANINewsUP) August 1, 2019
advertisement
১৫ জুলাই একটি চিঠিতে উন্নাও জেলাশাসককে একটি চিঠিতে অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন উন্নাও কাণ্ডে নির্যাতিতার আইনজীবী মহেন্দ্র সিং । 'আমাকে যে কোনও মুহূর্তে হত্যা করা হতে পারে', জানিয়েছিলেন তিনি ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 01, 2019 11:46 AM IST