Rafale Verdict: রাফাল মামলার আজ রায় দেবে সুপ্রিম কোর্ট
Last Updated:
কেন্দ্রের দাবি, মামলাকারীরা মিডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে রিভিউ পিটিশন দাখিল করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
#নয়াদিল্লি: বিতর্ক, মামলার মধ্যেই সেপ্টেম্বরে প্রথম রাফাল যুদ্ধবিমান বায়ুসেনার হাতে পৌঁছে গিয়েছে৷ আগামী বছরে রাফাল আকাশে ওড়ার আগে, ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার কেন্দ্রীয় সরকার ও ফ্রান্সের সঙ্গে চুক্তি ফের সুপ্রিম কোর্টে৷ আজ অর্থাত্ বৃহস্পতিবার রাফাল মামলার রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত৷
প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৩ বিচারপতি রাফাল রায়ের পুনর্বিবেচনার আবেদনের রায় দেবে সুপ্রিম কোর্ট৷ ফ্রান্সের দাসোঁ এভিয়েশনের কাছ থেকে ৫৯ হাজার কোটি টাকায় ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন বিরোধীরা। সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই আর্জি খারিজ করে মোদি সরকারকে ক্লিনচিট দেয় শীর্ষ আদালত। এর পর রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশোবন্ত সিনহা, অরুণ শৌরি এবং আইনজীবী প্রশান্ত ভূষণ।
advertisement
এই রিভিও পিটিশনের শুনানিও শেষ হয়েছে৷ শুনানিতে মামলাকারীদের অভিযোগ ছিল, রাফাল চুক্তির সব তথ্য কেন্দ্র সামনে আনেনি। তাই আগের রায় পুনর্বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। কেন্দ্রের দাবি, মামলাকারীরা মিডিয়ার বক্তব্যের উপর ভিত্তি করে রিভিউ পিটিশন দাখিল করেছেন। সব পক্ষের বক্তব্য শোনার পর গত ১০ মে রায় সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা ভোটে রাফাল ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে৷ কংগ্রেস তথা বিরোধীদের বিজেপি-কে আক্রমণের মূল ইস্যুই ছিল রাফাল৷ এই রাফাল ইস্যুতেই প্রধানমন্ত্রীকে বিঁধে কংগ্রেস নেতা রাহুল গান্ধি স্লোগান তোলেন, 'চৌকিদার চোর হ্যায়৷' কংগ্রেসের দাবি ছিল, কেন রাষ্ট্রায়ত্ত সংস্থা HAL-কে বাদ দিয়ে বেসরকারি সংস্থা RDL-কে নিয়ে চুক্তি করা হল, তার জবাব দিক কেন্দ্র৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 8:35 AM IST