Supreme Court Slams Cetral Govermet: দিল্লি বায়ু দূষণের মধ্যে কেন চলছে Cetral Vista-র কাজ, তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের

Last Updated:

Supreme Court Slams Cetral Govermet: সোমবার বায়ু দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত (Supreme Court Slams Central Governmet)। নির্মাণ কাজ বন্ধের নির্দেশ সত্বেও রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের (Cetral Vista Project) কাজ কেন বন্ধ করা হয়নি?‌

Supreme Court slams Central Government for not stoping central vista project in amid of delhi pollution
Supreme Court slams Central Government for not stoping central vista project in amid of delhi pollution
#কলকাতা : দিল্লি দূষণ (Delhi Pollution) নিয়ন্ত্রণে নানাবিধ পদক্ষেপ নেওয়ার কথা বলা হলেও তা সঠিক বাস্তবায়ন হচ্ছেনা। দিল্লি বায়ু দূষণ (Delhi Pollution) নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রশ্নের মুখে কেন্দ্র। সোমবার বায়ু দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালত (Supreme Court Slams Central Governmet)। নির্মাণ কাজ বন্ধের নির্দেশ সত্বেও রাজধানীতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের (Cetral Vista Project) কাজ কেন বন্ধ করা হয়নি?‌ জবাব চাওয়া হল কেন্দ্রীয় সরকারের (Central Government) কাছে। আগামী বুধবারের মধ্যে হলফনামা দিয়ে জবাব দিতে হবে কেন্দ্রীয় সরকারকে।
একইভাবে বুধবারের মধ্যেই হলফনামা দিতে হবে দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা ও পাঞ্জাব সরকারকে। জানাতে হবে দিল্লির বায়ুদূষণ (Delhi Pollution)  রোধে এখনও অবধি কী পদক্ষেপ নেওয়া হয়েছে।
advertisement
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি এনভি রামানার বেঞ্চ দিল্লি বায়ুদূষণ (Delhi Pollution) মামলার শুনানি হয় এদিন। এদিন মামলাকারী আইনজীবী বিকাশ সিং দাবি করেন,‘‌ নির্মাণ কাজ বন্ধ রাখার কথা বলা হলেও সেন্ট্রাল ভিস্তার (Central Vista Project) কাজ চলছে। মানুষের প্রাণের চেয়ে কি সেন্ট্রাল ভিস্তা প্রকল্পটি (Central Vista Project) বড়?‌ আমাদের কাছে ভিডিও আছে, কী ভাবে এই নির্মান কাজে ধুলো উড়ছে। দূষিত করছে বায়ু। কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাওয়া হোক এ বিষয়ে।’‌
advertisement
কেন্দ্রের তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে জানান, আমরা নতুন করে হলফনামা দিয়ে আমাদের বক্তব্য জানিয়েছি। এরপরেই কিছুটা ক্ষুব্ধ হয়ে প্রধান বিচারপতির বেঞ্চ বলেছেন, ‘‌আপনি সকালে জবাব দাখিল করছেন, তাহলে বিচারপতিরা কী করে পড়বে?‌’‌ মেহতা অবশ্য বলেছেন, রাত দু টো পর্যন্ত কেন্দ্রের জবাবি হলফনামার জন্য কাজ করতে হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দূষণ নিয়ন্ত্রণে কমিশনের বৈঠক রাজ্যগুলির প্রতিনিধি ছিলেন। সেই বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হয়। দূষণ নিয়ন্ত্রণে ডিজেল জেনারেটর ব্যবহারের উপর যে নিষেধাজ্ঞা ছিল, তা যথাযথ ভাবে পালন হচ্ছেনা। শীর্ষ আদালত এরপরেই জানিয়ে দেয়, রাজ্য গুলির বক্তব্য জানাতে হবে।  ফি বছর দূষণের জেরে সমস্যায় পড়েন রাজধানী দিল্লির মানু্ষ। বায়ু দূষণের জন্য দিল্লি (Delhi Pollutionn) লাগোয়া রাজ্যগুলিতে ফসলের গোড়া পোড়ানো দায়ী করা হয়। এছাড়াও রয়েছে গাড়ির ধোঁয়া, নির্মাণ কার্যের ধুলো রয়েছে। বায়ুদূষণের জেরে দিল্লিতে স্কুল ‌-‌ সরকারি দফতরের বন্ধ করে দেওয়া হয়েছিল। ওয়ার্ক ফ্রম হোম চালু হয়েছিল।
advertisement
‌RAJIB CHAKRABORTY
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court Slams Cetral Govermet: দিল্লি বায়ু দূষণের মধ্যে কেন চলছে Cetral Vista-র কাজ, তীব্র অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement