Maharashtra: মহারাষ্ট্রে আস্থা ভোট হবে? আগামিকাল রায় দেবে সুপ্রিম কোর্ট

Last Updated:

তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷

#নয়াদিল্লি: মহারাষ্ট্রে কি আস্থা ভোট হবে? কংগ্রেস, এনসিপি ও শিবসেনার যৌথ আবেদনের রায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আস্থা ভোটের আবেদন নিয়ে রায় দেবে দেশের শীর্ষ আদালত৷ এ দিকে রাজ্যপালের উপর চাপ বাড়াতে বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে গেল কংগ্রেস-এনসিপি-শিবসেনা৷
advertisement
advertisement
তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷
বিচারপতি এনভি রামানা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ সম্ভবত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে রায় দেবে৷ এ দিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'এখনও কোনও দল রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারেনি৷ ২২ নভেম্বর যে চিঠিটি রাজ্যপালের কাছে জমা দেন অজিত পাওয়ার, সেই চিঠিতে ৫৪ জন বিধায়কের সই রয়েছে৷'
advertisement
অন্যদিকে সংসদে মহারাষ্ট্র নিয়ে তুলকালাম৷ অধিবেশন শুরু হতেই বিরোধীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাজ্যসভা ও লোকসভায়৷ কংগ্রেস স্লোগান শুরু করে, 'গণতন্ত্রকে খুন করা হয়েছে৷' দুই কক্ষেই তুমুল বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন৷
এ দিন লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, 'আমি চেয়েছিলাম, সংসদে একটি প্রশ্ন করতে৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে৷ কারণ, গণতন্ত্রকে খুন করা হচ্ছে৷' একই কথা বলেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধিরও৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: মহারাষ্ট্রে আস্থা ভোট হবে? আগামিকাল রায় দেবে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement