Maharashtra: মহারাষ্ট্রে আস্থা ভোট হবে? আগামিকাল রায় দেবে সুপ্রিম কোর্ট

Last Updated:

তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷

#নয়াদিল্লি: মহারাষ্ট্রে কি আস্থা ভোট হবে? কংগ্রেস, এনসিপি ও শিবসেনার যৌথ আবেদনের রায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত সংরক্ষিত রাখল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আস্থা ভোটের আবেদন নিয়ে রায় দেবে দেশের শীর্ষ আদালত৷ এ দিকে রাজ্যপালের উপর চাপ বাড়াতে বিধায়কদের সমর্থনের চিঠি নিয়ে রাজভবনে গেল কংগ্রেস-এনসিপি-শিবসেনা৷
advertisement
advertisement
তড়িঘড়ি দেবেন্দ্র ফড়বীশ ও অজিত পাওয়ারকে দিয়ে শপথবাক্য পাঠ করানোয় রাজ্যপাল ভগত্‍ সিং কোশিয়ারির নির্দেশের বিরুদ্ধে ও বিধানসভায় আস্থা ভোট চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে শিবসেনা, এনসিপি ও কংগ্রেস৷
বিচারপতি এনভি রামানা, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি সঞ্জীব খান্না বেঞ্চ সম্ভবত মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহারাষ্ট্রে আস্থা ভোট নিয়ে রায় দেবে৷ এ দিন শুনানিতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, 'এখনও কোনও দল রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানাতে পারেনি৷ ২২ নভেম্বর যে চিঠিটি রাজ্যপালের কাছে জমা দেন অজিত পাওয়ার, সেই চিঠিতে ৫৪ জন বিধায়কের সই রয়েছে৷'
advertisement
অন্যদিকে সংসদে মহারাষ্ট্র নিয়ে তুলকালাম৷ অধিবেশন শুরু হতেই বিরোধীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন রাজ্যসভা ও লোকসভায়৷ কংগ্রেস স্লোগান শুরু করে, 'গণতন্ত্রকে খুন করা হয়েছে৷' দুই কক্ষেই তুমুল বিক্ষোভের জেরে দুপুর ২টো পর্যন্ত মুলতুবি হয়ে যায় অধিবেশন৷
এ দিন লোকসভায় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেন, 'আমি চেয়েছিলাম, সংসদে একটি প্রশ্ন করতে৷ কিন্তু বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন করার অধিকারও কেড়ে নেওয়া হয়েছে৷ কারণ, গণতন্ত্রকে খুন করা হচ্ছে৷' একই কথা বলেন কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধিরও৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: মহারাষ্ট্রে আস্থা ভোট হবে? আগামিকাল রায় দেবে সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement