PM Cares ফান্ড থেকে NDRF-এ টাকা স্থানান্তর করা যাবে না, দু’টি আলাদা ফান্ড: সুপ্রিম কোর্ট

Last Updated:

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, PM Cares ফান্ড থেকে টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (NDRF)- স্থানান্তরিত করা যাবে না৷ কারণ দু’টি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ডোনেশন৷

#নয়াদিল্লি: করোনা ভাইরাস অতিমারির সঙ্গে লড়াই করতে PM Cares ফান্ড গঠন করেছে কেন্দ্র৷ করোনার সঙ্গে লড়াইয়ে ওই ফান্ডে টাকা দান করতে পারেন দেশবাসী৷ এ হেন PM Cares ফান্ড নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানাল, PM Cares ফান্ড থেকে টাকা জাতীয় বিপর্যয় মোকাবিলা তহবিলে (NDRF)- স্থানান্তরিত করা যাবে না৷ কারণ দু’টি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির ডোনেশন৷
সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, PM Cares ফান্ড হল Covid-19 অতিমারির সঙ্গে লড়াইয়ের সঙ্গে তৈরি হওয়া তহবিল৷ যেখানে দেশের মানুষ স্বেচ্ছায় অর্থ দান করতে পারেন৷ অন্যদিকে NDRF হল সংবিধিবদ্ধ ভাবে তৈরি একটি তহবিল, যার সঙ্গে PM Cares ফান্ডের কোনও সম্পর্ক নেই৷ মানুষ দু’টি তহবিলেই পৃথকভাবে দান করতে পারেন৷
advertisement
advertisement
প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থাকতেও আলাদা করে কেন PM Cares তহবিল তৈরি করতে হল, তা নিয়ে শুরুর সময়েই প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। পরবর্তীকালে ওই তহবিলে কে কত টাকা দান করেছেন, সেই টাকা কোন খাতে কত খরচ হয়েছে, তার হিসাব প্রকাশ্যে আনার দাবিও জানিয়েছে কংগ্রেস, তৃণমূল-সহ বিরোধী দলগুলি। কিন্তু তাতে কান দেয়নি মোদি সরকার। ফলে সুপ্রিম কোর্টের এ দিনের রায়ে বড় স্বস্তি পেল কেন্দ্রীয় সরকার৷
advertisement
গত ২৮ মার্চ Covid-19 এর মতো জরুরি পরিস্থিতির সঙ্গে যুঝতে PM Cares ফান্ড তৈরি করে কেন্দ্র৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, করোনা মোকাবিলায় যাবতীয় খরচ ওই তহবিল থেকেই করা হবে৷ পিএম কেয়ার্স ফান্ডে স্বেচ্ছায় দান করতে পারে দেশবাসী৷
NDRF-এর অডিট করে CAG৷ কিন্তু পিএম কেয়ার্স-এর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নেয়, এই তহবিলের অডিট করবে বেসরকারি অডিটর সংস্থা৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Cares ফান্ড থেকে NDRF-এ টাকা স্থানান্তর করা যাবে না, দু’টি আলাদা ফান্ড: সুপ্রিম কোর্ট
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement