Bhopal Gas Tragedy: ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিয়ে ক্ষোভ প্রকাশ সুপ্রিম কোর্টের
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
এ দিন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বলেছে, যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতি সরকার সম্পূর্ণরূপে সহানুভূতিশীল।
#নয়াদিল্লি: ভোপাল গ্যাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের এখনও পর্যন্ত ক্ষতিপূরণ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। যে সংস্থায় গ্যাস লিক হয়েছিল সেই ইউনিয়ন কার্বাইড কর্পোরেশন (ইউসিসি) আদালতে বলেছে যে, ১৯৮৯ সালে কেন্দ্রের সঙ্গে সমঝোতা সুপ্রিম কোর্ট বাতিল করলে তারা এক কানাকড়িও বেশি দিতে ইচ্ছুক নয়। এমন কি, আদালতের সংবিধানিক বেঞ্চ সরকারকে জিজ্ঞাসা করেছে কেন মাত্র ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ? এত বছর পরেও কোম্পানির দেওয়া ৪৭০ মিলিয়ন ডলার এখনও ভোপাল গ্যাস লিক ট্র্যাজেডির যাঁরা শিকার, তাঁদের কাছে পৌঁছায়নি !
কেন্দ্রীয় সরকারের উদ্দেশে সুপ্রিম কোর্টের বক্তব্য, এত বড় দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য মাত্র ৫০ কোটির তহবিল নগণ্য মাত্র। যার অর্থ ক্ষতিগ্রস্তদের কোনওরকম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। আদালতের প্রশ্ন, এর জন্য দায়ী কি কেন্দ্রীয় সরকার ? কেন্দ্রীয় সরকারের তরফে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য ,ওয়েলফেয়ার কমিশন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী কাজ করছে। কেন্দ্রীয় সরকারের এই বক্তব্যে অসন্তুষ্ট শীর্ষ আদালত। আদালতের পাল্টা প্রশ্ন, তাহলে ক্ষতিপূরণের অর্থ বণ্টন করা হয়নি কেন ?
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, ১৯৮৪ সালের ২-৩ ডিসেম্বর রাতে মধ্যপ্রদেশের ভোপালে ইউনিয়ন কার্বাইড কারখানা থেকে বিষাক্ত মিথাইল আইসোনেট গ্যাস নির্গত হয়ে ৩০০০- এর বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই দুর্ঘটনায় কয়েক লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। বহু মানুষ বিকলাঙ্গ হয়ে গিয়েছিলেন। বহু মানুষ দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন। চিকিৎসার খরচ দাবি করে ক্ষতিগ্রস্ত বহু মানুষ আজও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এই সম্পর্কিত একটি মামলা চলছে সুপ্রিম কোর্টে।
advertisement
এ দিন সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার বলেছে, যারা দুর্ঘটনাগ্রস্ত হয়েছেন তাঁদের প্রতি সরকার সম্পূর্ণরূপে সহানুভূতিশীল। তবে কমিশনারের কাছে এখন কোনও আবেদন নেই। পুরো বিষয়টি ক্ষতিপূরণের মামলা নয় ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে মামলা। এমতাবস্থায় সুপ্রিম কোর্ট জানতে চায়,ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে বিবাদ আছে সেই কারণেই কি কম ক্ষতিপূরণ দেওয়া হয়েছে ? এর পর সুপ্রিম কোর্ট কড়া ভাষায় জানতে চায়, ক্ষতিপূরণের পরিমাণ কম, এটা জানতেই আপনাদের ২৫ বছর লেগে গেল ? জবাবে অ্যাটর্নি জেনারেল জানান, ওই দুর্ঘটনায় একসঙ্গে বহু মানুষের মৃত্যু হয়েছিল। তাই কেন্দ্রীয় সরকার চিন্তিত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 10, 2023 5:41 PM IST