Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ, ফের ভোট গণনা হল ইভিএমের! হরিয়ানায় তাতেই উল্টে গেল ফল! EVM নিয়ে বিরোধীদের অভিযোগই মান্যতা পেল?

Last Updated:

Supreme Court: বিজেপিকে সুবিধা দিতে ইভিএমে কারচুপির অভিযোগে বারেবারেই মুখর হয়েছে বিরোধীরা। এরইমধ্যে হরিয়ানার ওই ঘটনা বিরোধীদের দাবিতেই অক্সিজেন জোগাল বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম নির্দেশে ভোটের ফল বদল
সুপ্রিম নির্দেশে ভোটের ফল বদল
নয়াদিল্লি: ইভিএম নিয়ে বিরোধীদের দাবিই কি এবার সত্যি হয়ে গেল? সুপ্রিম কোর্টের নির্দেশে তিন বছর আগে ইভিএমে নেওয়া ভোট ফের গণনা হল। তার তাতেই উল্টে গেল ফল! হরিয়ানার পঞ্চায়েত ভোটে পরাজিত প্রার্থী মোহিত কুমারকে জয়ী ঘোষণা করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এতদিন বিরোধীরা ইভিএমের গ্রহণযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলত। কিন্তু সেই অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন।
advertisement
যদিও বিজেপিকে সুবিধা দিতে ইভিএমে কারচুপির অভিযোগে বারেবারেই মুখর হয়েছে বিরোধীরা। এরইমধ্যে হরিয়ানার ওই ঘটনা বিরোধীদের দাবিতেই অক্সিজেন জোগাল বলে মনে করা হচ্ছে। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতের মন্তব্য, ‘এ এক চমৎকার জালিয়াতি’। আরজেডি নেতা তেজস্বী যাদবের কটাক্ষ, ‘ইভিএমের কল্যাণে এমন কত যে ভুয়ো সরপঞ্চ কাজ চালিয়ে যাচ্ছেন! একটি বুথের ইভিএমেরই এই হাল।’ এরপর চণ্ডীগড় মেয়র নির্বাচন সহ একাধিক ভোটে গরমিলের প্রসঙ্গ তুলে বিজেপি এবং নির্বাচন কমিশনকে নিশানা করেছেন তিনি।
advertisement
advertisement
অন্যদিকে, ২০২২ সালে হরিয়ানায় পঞ্চায়েত ভোটে পানিপথের বাউনা লাকুর সরপঞ্চ নির্বাচনে গরমিলের অভিযোগ ওঠে। কুলদীপ সিংকে জয়ী ঘোষণা করা হয়। পরাজিত প্রার্থী মোহিত কুমার সেই ফলাফলকে চ্যালেঞ্জ করে পানিপথের অ্যাডিশনাল সিভিল জজ (সিনিয়র ডিভিশন) কাম ইলেকশন ট্রাইব্যুনালে মামলা করেন।
advertisement
চলতি বছরের ২২ এপ্রিল সন্দেহের তালিকায় থাকা ৬৯ নম্বর বুথের ইভিএমের ভোট পুনর্গণনার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। গত ১ জুলাই ট্রাইব্যুনালের নির্দেশ খারিজ করে দেয় পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা হাইকোর্ট। এরপর সুপ্রিম কোর্টে মামলা করেন মোহিত। ৩১ জুলাই বাউনা লাকুর সব বুথের ইভিএম নতুন করে গণনার নির্দেশ দেয় বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। তিন সদস্যের বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিং।
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশে বাউনা লাকুরের সব বুথের ইভিএম সহ সমস্ত রেকর্ড শীর্ষ আদালতে আনা হয়। এরপর সুপ্রিম কোর্টের ওএসডি (রেজিস্ট্রার) কাবেরি সকল পক্ষের উপস্থিতিতে সব বুথের ভোট গণনা করেন। পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফও করা হয়। ৬ অগাস্ট ফল প্রকাশে দেখা যায়, মামলাকারী মোহিত কুমার ১ হাজার ৫১টি ভোট পেয়েছেন। আর আগের জয়ী ঘোষিত কুলদীপ সিং পেয়েছেন ১ হাজার ভোট।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court: সুপ্রিম কোর্টের নির্দেশ, ফের ভোট গণনা হল ইভিএমের! হরিয়ানায় তাতেই উল্টে গেল ফল! EVM নিয়ে বিরোধীদের অভিযোগই মান্যতা পেল?
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement