Supreme Court: 'আপনাদের মামলা দু-মিনিটে শেষ হয়ে যাবে'! সুপ্রিম কোর্টে তুলোধনা ইডিকে! ১২-তে 'বড়' দিন
- Written by:Rajib Chakraborty
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Supreme Court: বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন, সরকারি সাক্ষীদের কথা কী করে বিশ্বাস করা যায়? সরকারি সাক্ষীরা কি সিসোদিয়াকে ঘুষ নিতে দেখেছেন?
নয়াদিল্লি: মণীশ সিসোদিয়া জামিন মামলায় সর্বোচ্চ আদালতে প্রশ্নের মুখে কেন্দ্রীয় এজেন্সি ইডি। সুপ্রিম কোর্টের প্রশ্ন, আপনাদের মামলা অনুযায়ী মণীশ সিসোদিয়ার কাছে কোন টাকাই যায়নি। তাহলে আবগারি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা কী করে গেল? আপনাদের কাছে কি কোনও প্রমাণ আছে, যে আবগারি নীতি কপি করে প্রকাশ্যে আনা হয়েছে? যদি প্রিন্টআউট নেওয়া হয়, তার তথ্য বের করা সম্ভব।
বিচারপতি সঞ্জীব খান্নার প্রশ্ন, সরকারি সাক্ষীদের কথা কী করে বিশ্বাস করা যায়? সরকারি সাক্ষীরা কি সিসোদিয়াকে ঘুষ নিতে দেখেছেন? সরকারি সাক্ষীদের বয়ান আইনে গ্রহণযোগ্য হবে? সাক্ষীদের বয়ান কি শুধুমাত্র শোনা কথা বা অনুমান নয়? সবকিছু তথ্য প্রমাণ নির্ভর হওয়া উচিত। তা না হলে আপনাদের মামলা দু-মিনিটে শেষ হয়ে যাবে।
advertisement
advertisement
প্রসঙ্গত, দিল্লি আবগারি নীতি মামলায় গত ২৬ ফেব্রুয়ারি দীর্ঘ 8 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় দিল্লির তৎকালীন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে। এই নিয়ে আম আদমি পার্টির মোট তিনজন শীর্ষ নেতা গ্রেফতার হয়েছেন। মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন এবং গতকাল গ্রেফতার করা হয়েছে দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংকে।
advertisement
সুপ্রিম কোর্টের বড় প্রশ্ন, যদি অর্থ তছরুপের কোথাও মণীশ সিসোদিয়ার কোনও ভূমিকা না থাকে, তাহলে সিসোদিয়াকে অভিযুক্ত করা হয়েছে কেন? মামলার পরবর্তী শুনানি ১২ অক্টোবর।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 05, 2023 4:44 PM IST









