Supreme Court on Bengaluru incident: 'স্বার্থসিদ্ধির জন্য আইনের অপব্যবহার করছেন কিছু মহিলা!' বেঙ্গালুরু কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের

Last Updated:

স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বেঙ্গালুরুর বাসিন্দা ৩৪ বছর বয়সি একজন ইঞ্জিনিয়ার৷

বেঙ্গালুরু কাণ্ডে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের৷
বেঙ্গালুরু কাণ্ডে বড় মন্তব্য সুপ্রিম কোর্টের৷
নয়াদিল্লি: স্ত্রীর বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে বেঙ্গালুরুর তরুণ ইঞ্জিনিয়ারের আত্মহত্যার ঘটনায় এবার তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট৷ আত্মঘাতী যুবক অতুল সুভাষ মৃত্যুর আগে অভিযোগ করেছিলেন, এ দেশে মহিলাদের পক্ষেই সব আইন রয়েছে৷ আইনকে ব্যবহার করে পুরুষদের হত্যালীলা চলছে বলেও অভিযোগ করছিলেন তিনি৷
এই ঘটনার কথা উল্লেখ করে এ দিন সুপ্রিম কোর্ট স্বীকার করে নিয়েছে, স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ইদানিং মহিলাদের মধ্যে গার্হস্থ্য হিংসা বিরোধী আইনের অপব্যবহার করে স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের হেনস্থার প্রবণতা দিন দিন বাড়ছে৷ মঙ্গলবার অন্য একটি মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি বি ভি নাগার্থনা এবং বিচারপতি এন কোটিশ্বর সিং এই মন্তব্য করেন৷ তাঁরা জানান, ভারতীয় দণ্ডবিধির ৪৯৮ (এ) ধারায় স্ত্রীর উপরে স্বামী এবং তাঁর পরিবারের সদস্যদের নিষ্ঠুরতার অভিযোগ উঠলে শাস্তি দেওয়ার যে সংস্থান রয়েছে, তার অপব্যবহার ঘটছে বলে মন্তব্য করেন দুই বিচারপতি৷
advertisement
advertisement
দুই বিচারপতিই একমত হয়ে বলেন, যে আইনের উদ্দেশ্য ছিল গার্হস্থ্য হিংসা এবং হয়রানি থেকে মহিলাদের রক্ষা করা, অযৌক্তিক দাবি আদায়ের জন্য সেই আইনেরি অপব্যবহার করছেন কিছু মহিলা৷
তেলঙ্গানার একটি দাম্পত্য বিবাদ সংক্রান্ত মামলার নিষ্পত্তি করতে গিয়েই বেঙ্গালুরুর ওই ইঞ্জিনিয়ারের আত্মহত্যার ঘটনার কথা টেনে আনেন দুই বিচারপতি৷ তেলঙ্গানার ওই মামলাটির ক্ষেত্রেও স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে পণের দাবিতে অত্যাচারের অভিযোগ এনেছিলেন এক মহিলা৷ ডিভোর্সও চেয়েছিলেন তিনি৷ এই মামলাকে চ্যালেঞ্জ করে প্রথমে তেলঙ্গানা হাইকোর্টে আবেদন করেন মহিলার স্বামী৷ কিন্তু তেলঙ্গানা হাইকোর্ট সেই আর্জি নাকচ করে দেয়৷ এর পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী মহিলার স্বামী৷ সুপ্রিম কোর্ট অবশ্য মহিলার অভিযোগ খারিজ করে দিয়ে তাঁর স্বামী এবং শ্বশুরবাড়ির পক্ষেই রায় দিয়েছে৷
advertisement
এই মামলা রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি জানিয়ে দেন, ব্যক্তিগত আক্রোশ চরিতার্থ করার জন্যই আইনের অপব্যবহার করে স্বামী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা করেন ওই মহিলা৷
স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন বেঙ্গালুরুর বাসিন্দা ৩৪ বছর বয়সি একজন ইঞ্জিনিয়ার৷ উত্তর প্রদেশের বাসিন্দা অতুল সুভাষ নামে ওই যুবক বেঙ্গালুরুতে নিজের বাড়িতেই আত্মঘাতী হন৷ মৃত্যুর আগে ২৪ পাতার সুইসাইড নোট লিখে গিয়েছেন তিনি৷ সেই চিঠিতেই স্ত্রী এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন অতুল৷
advertisement
আক্ষেপের সঙ্গে অতুল সেই সুইসাইড নোটেই লিখেছেন, ‘এই মুহূর্তে আইনকে ঢাল করেই ভারতে পুরুষদের হত্যালীলা চলছে৷’ বেসরকারি সংস্থায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত অতুলের বেঙ্গালুরুর বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷ গলায় ফাঁস দেওয়ার আগে গলায় একটি প্ল্যাকার্ডও ঝুলিয়ে দেন অতুল৷ তাতে লেখা ছিল, ‘বিচার পেলাম না৷’
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অতুলের সঙ্গে তাঁর স্ত্রীর দাম্পত্য কলহ চলছিল৷ উত্তর প্রদেশে অতুলের বিরুদ্ধে তাঁর স্ত্রী একাধিক অভিযোগ এনে মামলাও করেছিলেন৷ মৃত্যুর আগে একাধিক ব্যক্তিকে ই মেল করে নিজের সুইসাইড নোট পাঠান অতুল৷ পাশাপাশি, হোয়াটসঅ্যাপে একটি স্বেচ্ছাসেবী সংস্থাকেও নিজের সুইসাইড নোট পাঠান ওই যুবক৷
advertisement
মৃত্যুর আগে ওই যুবক একটি ভিডিও রেকর্ড করে বলেন, ‘আমার স্ত্রী আমার বিরুদ্ধে উত্তর প্রদেশে ৯টি মামলা দায়ের করেছেন৷ তার মধ্যে ৬টি মামলা নিম্ন আদালতে চলছে, ৩টি চলছে হাইকোর্টে৷’ অতুল জানিয়েছেন, এর মধ্যে ২০২২ সালে দায়ের করা একটি মামলায় তাঁর সঙ্গে তাঁর বাবা-মা, ভাইয়ের বিরুদ্ধে পণের জন্য অত্যাচার, খুন, অপ্রকৃতিস্থ যৌনাচারের মতো গুরুতর অভিযোগ আনা হয়৷’ শুধু তাই নয়, উত্তর প্রদেশের জৌনপুরের যে আদালতে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার চলছিল, সেখানকার বিচারকও মামলার নিষ্পত্তি করার বিনিময়ে ঘুষ চেয়েছিলেন বলে অভিযোগ করে গিয়েছেন অতুল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on Bengaluru incident: 'স্বার্থসিদ্ধির জন্য আইনের অপব্যবহার করছেন কিছু মহিলা!' বেঙ্গালুরু কাণ্ডে মন্তব্য সুপ্রিম কোর্টের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement