Shaheen Bagh: সাত-সকালেই তুমুল উত্তেজনা, শাহিনবাগ নিয়ে ভর্ৎসনার মুখে সিপিআইএম! উচ্ছেদ কি জারি থাকবে?

Last Updated:

Shaheen Bagh: শীর্ষ আদালতের এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই মামলার কোনও ভুক্তভোগী বা এই মামলার সঙ্গে যুক্ত কেউ এ বিষয়ে আবেদন করেননি।

শাহিনবাগে শোরগোল
শাহিনবাগে শোরগোল
#নয়াদিল্লি: ফের শিরোনামে শাহিনবাগ। দিন কয়েক আগে দিল্লির জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযানের সময় স্থগিতাদেশ জারি করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সোমবার শাহিনবাগে উচ্ছেদ অভিযানের ক্ষেত্রে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সোমবার শাহিনবাগ উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল সিপিএম। কিন্তু সেই মামলার শুনানিই হল না সুপ্রিম কোর্টে।
শীর্ষ আদালতের এদিন স্পষ্ট করে জানিয়েছে, এই মামলার কোনও ভুক্তভোগী বা এই মামলার সঙ্গে যুক্ত কেউ এ বিষয়ে আবেদন করেননি। সিপিএম এবং অন্যান্য আবেদনকারীদের আগে এই বিষয়ে হাই কোর্টের দ্বারস্থ হতে বলে সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, সোমবার সকালেই দক্ষিণ দিল্লির শাহিনবাগে বেআইনি বাড়ি ভাঙতে অভিযান শুরু করেছিল দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন।
advertisement
advertisement
সেই উচ্ছেদ অভিযান ঘিরে সোমবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল শাহিনবাগ। ২০১৯ সালের শেষ এবং ২০২০ সালের শুরুর দিকে এই শাহিনবাগের রাস্তাই সিএএ বিরোধী আন্দোলনের কেন্দ্রস্থল হয়ে উঠেছিল। সোমবার সকালেই দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন শাহিনবাগে দখলদারি উচ্ছেদের অভিযানের নামে। পুরকর্তারা জেসিবি, বুলডোজার ইত্যাদি নিয়ে হাজির হন। স্থানীয় বাসিন্দা এবং যুব কংগ্রেস কর্মীরা উচ্ছেদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাঁরা জেসিবি এবং বুলডোজারের সামনে দাঁড়িয়ে উচ্ছেদ নিয়ে আদালতের নির্দেশ দেখতে চান। এরই মধ্যে সিপিএম উচ্ছেদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে।
advertisement
উচ্ছেদের প্রস্তুতি ঘিরে শাহিনবাগে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা তৈরি হয়। অভিযানের বিরুদ্ধে প্রচুর মানুষ এলাকায় বিক্ষোভও দেখাতে থাকেন। স্থানীয়দের মধ্যে অনেকে বুলডোজারের সামনে শুয়ে পড়েও স্লোগান তোলেন। দিল্লি পুলিশ অবশ্য এই অভিযান চালানোর জন্য দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে বাড়তি পুলিশ দেয়নি। ওই ঘটনাকে ঘিরে শাহিনবাগে তুমুল উত্তেজনা ছিল। কিন্তু এরপর শীর্ষ আদালতে আবেদন করলে তা অবশ্য শুনানি হয় শীর্ষ আদালতে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Shaheen Bagh: সাত-সকালেই তুমুল উত্তেজনা, শাহিনবাগ নিয়ে ভর্ৎসনার মুখে সিপিআইএম! উচ্ছেদ কি জারি থাকবে?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement