Mamata Banerjee: বাংলার কৃষকদের জন্য বড় খবর, ১৭ মে প্রশাসনিক বৈঠক থেকে বিরাট কর্মসূচি মুখ্যমন্ত্রীর!

Last Updated:

Mamata Banerjee: আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দেবেন। মোট ৩৪২ জন কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে।

মুখ্যমন্ত্রীর উদ্যোগ
মুখ্যমন্ত্রীর উদ্যোগ
#কলকাতা: দু'বছর পর ফের 'কৃষকরত্ন' সম্মান। রাজ্যের চাষীদের হাতে কৃষকরত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক একজন করে কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে। ১০ হাজার টাকার চেক এবং একটি করে সার্টিফিকেট এই সম্মান হিসেবে দেওয়া হবে কৃষকদের। আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দেবেন। মোট ৩৪২ জন কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, তৃতীয় বার ক্ষমতায় এসেই বাংলার কৃষকদের দেওয়া কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িয়ে দেওয়া হয়েছে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতার অনুদান। ভোটের আগে কৃষকদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই দেওয়া কথা বাস্তবায়িত করার পথে হেঁটেছেন মমতা।
advertisement
advertisement
এক একরের বেশি জমির মালিকরা এতদিন কৃষকবন্ধু প্রকল্প ৫ হাজার টাকা পেতেন। তৃতীয় বার ক্ষমতায় আসার পর সেই ভাতা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ বাংলার কৃষকরা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে ১০ হাজার টাকা পাবেন। ১ একরের কম জমি যেসব কৃষকদের রয়েছে তারা এবার থেকে ৪ হাজার টাকা পাবেন।
advertisement
কৃষকদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছে। এটি সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বলেই দাবি। তৃণমূল সরকারের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের মোদী ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের বরাবর তুলনা টানা হয়ে থাকে। বাংলার নির্বাচনী আবহে তা আরও বেড়েছিল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বাংলার কৃষকদের জন্য বড় খবর, ১৭ মে প্রশাসনিক বৈঠক থেকে বিরাট কর্মসূচি মুখ্যমন্ত্রীর!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement