Mamata Banerjee: বাংলার কৃষকদের জন্য বড় খবর, ১৭ মে প্রশাসনিক বৈঠক থেকে বিরাট কর্মসূচি মুখ্যমন্ত্রীর!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দেবেন। মোট ৩৪২ জন কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে।
#কলকাতা: দু'বছর পর ফের 'কৃষকরত্ন' সম্মান। রাজ্যের চাষীদের হাতে কৃষকরত্ন সম্মান তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্লক ভিত্তিক একজন করে কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে। ১০ হাজার টাকার চেক এবং একটি করে সার্টিফিকেট এই সম্মান হিসেবে দেওয়া হবে কৃষকদের। আগামী ১৭ মে পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সম্মান তুলে দেবেন। মোট ৩৪২ জন কৃষককে এই সম্মান তুলে দেওয়া হবে।
প্রসঙ্গত, তৃতীয় বার ক্ষমতায় এসেই বাংলার কৃষকদের দেওয়া কথা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাড়িয়ে দেওয়া হয়েছে ‘কৃষকবন্ধু’ প্রকল্পের ভাতার অনুদান। ভোটের আগে কৃষকদের ভাতা বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় ফিরে সেই দেওয়া কথা বাস্তবায়িত করার পথে হেঁটেছেন মমতা।
advertisement
advertisement
এক একরের বেশি জমির মালিকরা এতদিন কৃষকবন্ধু প্রকল্প ৫ হাজার টাকা পেতেন। তৃতীয় বার ক্ষমতায় আসার পর সেই ভাতা দ্বিগুণ করা হয়েছে। অর্থাৎ বাংলার কৃষকরা আগামী দিনে রাজ্য সরকারের এই প্রকল্প থেকে ১০ হাজার টাকা পাবেন। ১ একরের কম জমি যেসব কৃষকদের রয়েছে তারা এবার থেকে ৪ হাজার টাকা পাবেন।
advertisement
কৃষকদের পাশে দাঁড়াতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছে। এটি সম্পূর্ণ বাংলার মুখ্যমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত বলেই দাবি। তৃণমূল সরকারের এই ‘কৃষকবন্ধু’ প্রকল্পের সঙ্গে কেন্দ্রের মোদী ‘কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের বরাবর তুলনা টানা হয়ে থাকে। বাংলার নির্বাচনী আবহে তা আরও বেড়েছিল।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 09, 2022 12:51 PM IST